আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেইদিনও কেউ বেইল দেয় নাই এদের, আজকেও না: আশফাক নিপুন

বিনোদন রিপোর্টার
সেইদিনও কেউ বেইল দেয় নাই এদের, আজকেও না: আশফাক নিপুন

আশফাক নিপুন মূলত নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত হলেও, সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার স্পষ্ট মতামত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার কারণে তিনি বর্তমানে আলোচিত ব্যক্তিত্ব।

২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত ছাত্র-জনতার পক্ষে ছিলেন এই নির্মাতা। নেটদুনিয়ার পাশাপাশি ছিলেন রাজপথেও। কথা বলে গেছেন দেশের মানুষের হয়ে।

বিজ্ঞাপন

বর্তমানেও দেশের যেকোনো ঘটনা, অন্যায় কিংবা সামাজিক নানা কর্মকাণ্ডে প্রায়ই কথা বলে থাকেন নির্মাতা আশফাক নিপুন। সেই ধারাবাহিকতায় আজ রবিবার আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়ে মুখ খুললেন এই নির্মাতা।

নিজস্ব ফেসবুকে তিনি লেখেন, ‘গত বছর এইদিন ওরা দিল কারফিউ, আজকে ডাকল হরতাল। সেইদিনও কেউ বেইল দেয় নাই এদের, আজকেও না। বড় গলায় দাবি করা ৪০% ভোটার হরতাল মানলেও হইত। ওরাও বের হয়েছে যার যার কাজে। স্যাড!’

নিপুনের এমন পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন