বিনোদন রিপোর্টার
চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’ দর্শকদের জন্য নিয়ে এসেছে ভয়ের অন্যরকম এক ব্যাখ্যা। যেখানে নেই হরর কনটেন্টের প্রচলিত ধারণা বরং মানুষের অন্তর্গত লালসা, ক্রোধকে ভয়ের গল্পের মাধ্যমে বর্ণনা করার মুন্সিয়ানার প্রশংসা করেছেন দর্শকরা। স্থানীয় ঢংয়ের সিরিজটি যে মানের দিক থেকে আন্তর্জাতিক হয়ে উঠেছে, তা দর্শকরা জানিয়েছেন মন খুলে।
আর সে কারণেই আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করতে সময় লাগলো না ‘২ষ’-এর। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পরপরই জায়গা করে নিল সাউথ বাই সাউথওয়েস্ট(এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে। চার পর্বের সিরিজটি মুক্তি পায় ১৯ ডিসেম্বর, আর উৎসবে অংশ নেওয়ার খবর এলো গত বৃহস্পতিবার সন্ধ্যায়।
তথ্যটি নিশ্চিত করে নুহাশ জানান, এসএক্সএসডব্লিউ ফিল্ম ও টিভি উৎসব একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব। সেখানে ‘২ষ’-এর প্রিমিয়ার হওয়ায় নির্মাতা খুবই আনন্দিত। সিরিজের কলাকুশলী, অভিনয়শিল্পীসহ পুরো ইউনিটকে নুহাশ হুমায়ূন ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত এবং সবার প্রতি কৃতজ্ঞ। তারা ছাড়া সম্পূর্ণ স্থানীয় গল্প ও ঢংয়ে এমন আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছিল না।’
সিরিজটির প্রথম সিজন ‘পেট কাটা ষ’-এর প্রিমিয়ার হয়েছিল রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে। দ্বিতীয় সিজনটিও আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত সিরিজটির প্রযোজক রেদওয়ান রনি। তিনি বলেন, “দুটি সিজনে ‘ষ’ ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের কনটেন্ট কীভাবে আন্তর্জাতিক হয়ে ওঠে তার প্রকৃষ্ট উদাহরণ ‘ষ’ সিরিজ। ‘২ষ’-এর গল্প ভাবনা এবং নির্মাণ আরও বেশি শ্বাশত। যার কারণে দেশের দর্শকরাও যেমন সিরিজের প্রশংসা করেছে, তেমন বিদেশি জুরি-সমালোচকরাও পেয়েছে অন্যরকম অভিজ্ঞতা।’’
উৎসবের এপিসোডিক ক্যাটাগরিতে হবে ‘২ষ’-এর প্রিমিয়ার। মার্চের ৭ থেকে ১৫ তারিখ হবে উৎসব, এর মধ্যে যে কোনো একদিন প্রিমিয়ার হবে বলে জানান নুহাশ। তিনি আরও জানান, এর আগে এই ক্যাটাগরিতে প্রিমিয়ার হয়েছে এইচবিও ‘অরিজিনাল ব্যারি’, ‘সিলিকন ভ্যালি’, প্রাইম ভিডিওর ‘মিস্টার রোবট’।
নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের গল্পে সিরিজের পর্বগুলো হলো ওয়াক্ত, ভাগ্য ভালো, অন্তরা ও বেসুরা। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’-এর গল্প। সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’-তে। আর ‘ওয়াক্ত’-এ আছে ৫ বন্ধুর, ৫টি ভিন্ন সময়ে ৫ ধরনের পরিণতির গল্প।
‘২ষ’ সিরিজে হররটাকে একদমই ভিন্নভাবে দেখিয়েছেন নির্মাতা। সিরিজে অনেককিছু নিয়েই এক্সপেরিমেন্ট করা হয়েছে। পুরো সিরিজেই পোশাক, সাজসজ্জা, কাস্টিং, আর্ট, মিউজিকে নতুন কিছু করার চেষ্টা করেছেন নুহাশ হুমায়ূন। সিরিজে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান, মোশাররফ করিম, টুনটুনি হামিদ, আদনান আদীব খান, সামিয়া অথৈ, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সুমাইয়া শিমু, মান, মো. ইসলাম উদ্দিন পালাকার, এরফান মৃধা শিবলু।
চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’ দর্শকদের জন্য নিয়ে এসেছে ভয়ের অন্যরকম এক ব্যাখ্যা। যেখানে নেই হরর কনটেন্টের প্রচলিত ধারণা বরং মানুষের অন্তর্গত লালসা, ক্রোধকে ভয়ের গল্পের মাধ্যমে বর্ণনা করার মুন্সিয়ানার প্রশংসা করেছেন দর্শকরা। স্থানীয় ঢংয়ের সিরিজটি যে মানের দিক থেকে আন্তর্জাতিক হয়ে উঠেছে, তা দর্শকরা জানিয়েছেন মন খুলে।
আর সে কারণেই আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করতে সময় লাগলো না ‘২ষ’-এর। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পরপরই জায়গা করে নিল সাউথ বাই সাউথওয়েস্ট(এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে। চার পর্বের সিরিজটি মুক্তি পায় ১৯ ডিসেম্বর, আর উৎসবে অংশ নেওয়ার খবর এলো গত বৃহস্পতিবার সন্ধ্যায়।
তথ্যটি নিশ্চিত করে নুহাশ জানান, এসএক্সএসডব্লিউ ফিল্ম ও টিভি উৎসব একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব। সেখানে ‘২ষ’-এর প্রিমিয়ার হওয়ায় নির্মাতা খুবই আনন্দিত। সিরিজের কলাকুশলী, অভিনয়শিল্পীসহ পুরো ইউনিটকে নুহাশ হুমায়ূন ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত এবং সবার প্রতি কৃতজ্ঞ। তারা ছাড়া সম্পূর্ণ স্থানীয় গল্প ও ঢংয়ে এমন আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছিল না।’
সিরিজটির প্রথম সিজন ‘পেট কাটা ষ’-এর প্রিমিয়ার হয়েছিল রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে। দ্বিতীয় সিজনটিও আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত সিরিজটির প্রযোজক রেদওয়ান রনি। তিনি বলেন, “দুটি সিজনে ‘ষ’ ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের কনটেন্ট কীভাবে আন্তর্জাতিক হয়ে ওঠে তার প্রকৃষ্ট উদাহরণ ‘ষ’ সিরিজ। ‘২ষ’-এর গল্প ভাবনা এবং নির্মাণ আরও বেশি শ্বাশত। যার কারণে দেশের দর্শকরাও যেমন সিরিজের প্রশংসা করেছে, তেমন বিদেশি জুরি-সমালোচকরাও পেয়েছে অন্যরকম অভিজ্ঞতা।’’
উৎসবের এপিসোডিক ক্যাটাগরিতে হবে ‘২ষ’-এর প্রিমিয়ার। মার্চের ৭ থেকে ১৫ তারিখ হবে উৎসব, এর মধ্যে যে কোনো একদিন প্রিমিয়ার হবে বলে জানান নুহাশ। তিনি আরও জানান, এর আগে এই ক্যাটাগরিতে প্রিমিয়ার হয়েছে এইচবিও ‘অরিজিনাল ব্যারি’, ‘সিলিকন ভ্যালি’, প্রাইম ভিডিওর ‘মিস্টার রোবট’।
নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের গল্পে সিরিজের পর্বগুলো হলো ওয়াক্ত, ভাগ্য ভালো, অন্তরা ও বেসুরা। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’-এর গল্প। সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’-তে। আর ‘ওয়াক্ত’-এ আছে ৫ বন্ধুর, ৫টি ভিন্ন সময়ে ৫ ধরনের পরিণতির গল্প।
‘২ষ’ সিরিজে হররটাকে একদমই ভিন্নভাবে দেখিয়েছেন নির্মাতা। সিরিজে অনেককিছু নিয়েই এক্সপেরিমেন্ট করা হয়েছে। পুরো সিরিজেই পোশাক, সাজসজ্জা, কাস্টিং, আর্ট, মিউজিকে নতুন কিছু করার চেষ্টা করেছেন নুহাশ হুমায়ূন। সিরিজে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান, মোশাররফ করিম, টুনটুনি হামিদ, আদনান আদীব খান, সামিয়া অথৈ, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সুমাইয়া শিমু, মান, মো. ইসলাম উদ্দিন পালাকার, এরফান মৃধা শিবলু।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১৩ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪৩ মিনিট আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে