
আফসানা খানম আশা

চলতি বছরের জুলাইতে ’দম’ সিনেমায় যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তখন থেকেই নায়িকা কে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার সিনেমার মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরিকে। ’দম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অনুষ্ঠানস্থলে পালকিতে করে আসেন এ অভিনেত্রী। তিনি জানান, এই প্রথম বারের জন্য অভিনয় করছেন আফরান নিশোর সাথে।
পূজা চেরি বলেন, 'দম সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে এটা আমার অভিনেয় জীবনের পুনর্জন্ম। আমি খুব এক্সাইটেড, এত ভালো একটা চিত্রনাট্য ও চরিত্র, আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অনেকে বলতে পারেন, এতগুলো সিনেমা করার পর কেন আমি এটা বলছি। ‘দম’ দেখার পর হয়তো দর্শকা সেটা বুঝতে পারবেন। এই কাজের পর আমি নিজেকে আরও প্রুভ করতে পারব।'
সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে পূজা বলেন, ’আমাকে শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বললেন, রেদওয়ান রনি ভাই ফোন করবেন ‘দম’ সিনেমার জন্য। আমি তো দারুণ এক্সাইটেড। কিন্তু রনি ভাই আর ফোন করেন না। কয়েকদিন পর ফোন দিয়ে বললেন, আমার অডিশন নিতে চান। আমিও খুব অ্যাকটিভ ছিলাম, কারণ আমি ‘দম’ সিনেমাটা করতে চাচ্ছিলাম। অডিশন দেয়ার পর তো আমি আরও টেনশনে। একটাই ভাবনা, কাজটাতে যুক্ত হতে পারব তো? যখন আমাকে জানানো হলো যে আমি চূড়ান্ত, ওই দুই–তিনদিন আমার কোনো কথা নেই, খাওয়া বন্ধের মতো, আমি যে কী খুশি হয়েছি এটা আমার সঙ্গে যারা ওই সময়ে ছিলেন তারা জানেন। এখন আমরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছি, জার্নিটা খুব ভালো লাগছে।’
পূজা জানান, এটি তার আফরান নিশো, রেদওয়ান রনি, এসভিএফ আলফা–আই, চরকির সঙ্গে প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সঙ্গে তিনি কাজ করেছেন, তাও ছোট বেলায়। সব মিলিয়ে দারুণ লাগছে পূজার। সেই ভালো লাগা আর সবার দোয়া নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি।
অভিনেত্রী এও জানিয়েছেন, ক্যামেরার সামনে মেকাপ ছাড়াই নাকি অভিনয় করতে হবে তার। পূজা বলেন, ‘এই সিনেমায় আপনারা আমাকে মেকাপ ছাড়া দেখতে পাবেন। এখন থেকেই প্র্যাকটিস করছি মেকাপ না করার। এমনও হতে পারে এই সিনেমা করার পর আমি মেকাপ করাই ছেড়ে দিয়েছি।‘

চলতি বছরের জুলাইতে ’দম’ সিনেমায় যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তখন থেকেই নায়িকা কে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার সিনেমার মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরিকে। ’দম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অনুষ্ঠানস্থলে পালকিতে করে আসেন এ অভিনেত্রী। তিনি জানান, এই প্রথম বারের জন্য অভিনয় করছেন আফরান নিশোর সাথে।
পূজা চেরি বলেন, 'দম সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে এটা আমার অভিনেয় জীবনের পুনর্জন্ম। আমি খুব এক্সাইটেড, এত ভালো একটা চিত্রনাট্য ও চরিত্র, আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অনেকে বলতে পারেন, এতগুলো সিনেমা করার পর কেন আমি এটা বলছি। ‘দম’ দেখার পর হয়তো দর্শকা সেটা বুঝতে পারবেন। এই কাজের পর আমি নিজেকে আরও প্রুভ করতে পারব।'
সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে পূজা বলেন, ’আমাকে শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বললেন, রেদওয়ান রনি ভাই ফোন করবেন ‘দম’ সিনেমার জন্য। আমি তো দারুণ এক্সাইটেড। কিন্তু রনি ভাই আর ফোন করেন না। কয়েকদিন পর ফোন দিয়ে বললেন, আমার অডিশন নিতে চান। আমিও খুব অ্যাকটিভ ছিলাম, কারণ আমি ‘দম’ সিনেমাটা করতে চাচ্ছিলাম। অডিশন দেয়ার পর তো আমি আরও টেনশনে। একটাই ভাবনা, কাজটাতে যুক্ত হতে পারব তো? যখন আমাকে জানানো হলো যে আমি চূড়ান্ত, ওই দুই–তিনদিন আমার কোনো কথা নেই, খাওয়া বন্ধের মতো, আমি যে কী খুশি হয়েছি এটা আমার সঙ্গে যারা ওই সময়ে ছিলেন তারা জানেন। এখন আমরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছি, জার্নিটা খুব ভালো লাগছে।’
পূজা জানান, এটি তার আফরান নিশো, রেদওয়ান রনি, এসভিএফ আলফা–আই, চরকির সঙ্গে প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সঙ্গে তিনি কাজ করেছেন, তাও ছোট বেলায়। সব মিলিয়ে দারুণ লাগছে পূজার। সেই ভালো লাগা আর সবার দোয়া নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি।
অভিনেত্রী এও জানিয়েছেন, ক্যামেরার সামনে মেকাপ ছাড়াই নাকি অভিনয় করতে হবে তার। পূজা বলেন, ‘এই সিনেমায় আপনারা আমাকে মেকাপ ছাড়া দেখতে পাবেন। এখন থেকেই প্র্যাকটিস করছি মেকাপ না করার। এমনও হতে পারে এই সিনেমা করার পর আমি মেকাপ করাই ছেড়ে দিয়েছি।‘


বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী নকীব খান। স্কুলছাত্র থাকা অবস্থায় ব্যান্ডের পথে যাত্রা শুরু করেন। প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে যোগ দেন ‘সোলস’-এ। প্রায় দশ বছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে।
১২ ঘণ্টা আগে
২০২৩ সালের ডিসেম্বরে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করতে যাচ্ছেন ’দম’, আর এই সিনেমায় অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছরের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
১২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার একটি অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে সিনেমাটি। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর।
১২ ঘণ্টা আগে
সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে হয়ে গেল ’দম’ সিনেমার মহরত। অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত।
১৫ ঘণ্টা আগে