হাসপাতালের সেবা নিয়ে ক্ষোভ অর্ষার স্বামীর

মা হারালেন নন্দিত অভিনেত্রী অর্ষা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ২১: ১৪

বাংলাদেশের নন্দিত নাট্যাভিনেত্রী, লাক্স তারকা নাজিয়া হক অর্ষা তার মাকে হারালেন। অর্ষার মা মাসুদা হক গত শুক্রবার রাত ১১.৩০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বিজ্ঞাপন

অর্ষা জানান, দীর্ঘদিন ধরেই তার মা কিডনী জনিত সমস্যার কারণে ডায়ালাইসিস করে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো গেলোনা। মায়ের মৃত্যুতে ভীষণ শোকাহত অর্ষা ও তার পরিবার।

অর্ষা জানান, আজ, ২১ জুন বাদ যোহর রাজধানীর মিরপুরে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে অর্ষারই নানুর কবরে তার মাকে দাফন করা হয়। তবে অর্ষার স্বামী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান শাশুড়ির মায়ের মৃত্যু পরবর্তী সময়ে চিকিৎসা সেবার মান নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না। আর হলে হাসপাতালে যাবেন না।’

তিনি আরো লেখেন, ‘সাংবাদিক ভাইদের বলছি— ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্টে কারা কী করছে তা নিয়ে মাথা ঘামানোর আগে একবার হাসপাতালগুলোতে যান। দেখুন কী ভয়াবহ পরিস্থিতি সেখানে! সরকারি-বা বেসরকারি— সবখানেই টাকার খেলা। সেবা কিংবা মানসিকতা— কিছুই নেই।’

ঢাকার মিরপুরেই জন্ম অর্ষার। তার বাবা এনামুল হক। তার দুই বোন ফাতিহা হক প্রীত ও খাদিজা হক চাঁদনী। প্রীত রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলে শিক্ষকতা করছেন। আর চাঁদনী মাস্টার্স করছেন। অর্ষার স্কুল ও কলেজ জীবন কেটেছে কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

২০০৯ সালে ‘লাক্স চ্যানেলআই’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করে অর্ষা চতুর্থ হয়েছিলেন। এরপর প্রথম কাফী বীরের পরিচালনায় ‘দ্বন্ধ’ নামক নাটকে প্রথম অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন শাহেদ শরীফ খান।

অর্ষা অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘সাতকাহন’, ‘এক হৃদয়হীনা’, ‘গালিবের প্রেম ও বসন্ত কাব্য’, ‘মধ্যবর্তিনী’, ‘হলুদ শহরের প্রেম’, ‘খায়েশ’, ‘প্রেম বিভ্রাট’, ‘ইঞ্জিন’, ‘চিলেকোঠার সংসার’, ‘অন্ধকার ফুলের গন্ধ’, ‘শরৎ বাবু’, ‘ভবঘুরে’, ‘হুমায়ূন সমীপে’, ‘পাপারাজ্জি’, ‘পরদেশী মেঘ’, ‘আলোর পথে’, ‘পথের পরিচয়’, ‘ক্রেজি হাজব্যান্ড’, ‘অটল পরিবার’, ‘আকাশ বদন’, ‘সেইরকম চা খোর’, ‘নিশ্চুপ ভালোবাসা’ ইত্যাদি।

ওটিটি প্লাটফরমেও বেশকিছু ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করে ভীষণ প্রশংসিত হন অর্ষা।

অভিনয়ে অর্ষার অবদানের স্বীকৃতি স্বরূপ গত বিশ্ব মা দিবসে অর্ষার মা মাসুদা হককে ‘আলী রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে ‘মা পদক ২০২৫’-এ ভূষিত করা হয়।

অর্ষা বলেন, ‘আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেস্তবাসী করেন। জীবনের শেষ মুহুর্তে এসে আম্মার হাতে মা পদক টা তুলে দিতে পেরেছি এটা আমার অনেক ভালোলাগার একটা বিষয় ছিলো।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত