বিশ্ব হার্ট দিবসে জাফর ইকবালের বেশে হাজির কবির বকুল

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ২৯
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৭

আজ, ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। এ দিনটিকে উপলক্ষ্য করে নির্মাণ করা হয়েছে একটি বিশেষ ওভিসি। বেক্সিমকো ফার্মার তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মুজতবা জাহিদ। আর এতে প্রথমবারের মত বিজ্ঞাপনের মডেল হলেন এই গীতিকবি কবির বকুল। কিন্তু পর্দায় তিনি হাজির হয়েছেন প্রয়াত নায়ক জাফর ইকবালের বেশে। ঠোঁট মিলিয়েছেন আশির দশকের জনপ্রিয় গান ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’র সঙ্গে!

‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’ গানটি গেয়েছেন শিল্পী রফিকুল আলম। আব্দুল হাই আল হাদীর লেখায় এর সুর করেছেন আলাউদ্দিন আলী। বিটিভির একটি অনুষ্ঠানে জাফর ইকবাল ঠোঁট মিলিয়েছিলেন গানটির সঙ্গে। তাই প্রয়াত এই চিত্রনায়কের স্মরণে গানটিতে জাফর ইকবালের আদলে হাজির হলেন কবির বকুল। আর গানটি বেছে নেওয়ার মূল কারণ, এর হৃদয় বিষয়ক কথামালা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনটি নিয়ে গীতিকার কবির বকুল বলেন, ‘১৬ সেপ্টেম্বর রাতে আমাকে ফোন কল করে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। দিনটি সামনে রেখে তারা একটা ওভিসি বানাতে চান, যার মাধ্যমে হার্ট দিবসে সবার প্রতি হার্ট ভালো রাখার একটা মেসেজ দেওয়া যায়। সঙ্গে জাফর ইকবালকেও স্মরণ করার চেষ্টা থাকবে। আমার চেহারার সঙ্গে নাকি জাফর ইকবালের মিল আছে! তারা চান, পর্দায় আমি জাফর ইকবাল হয়ে গানটিতে ঠোঁট মেলাই! প্রথমে অবাক হয়েছি। পরে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হলো। তাই রাজি হয়ে গেলাম।’

বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বিএফডিসিতে। নির্মাতা জানিয়েছেন, এই বিজ্ঞাপনের মাধ্যমে বিশ্ব হার্ট দিবসে সবাইকে দেওয়া হবে সচেতনতামূলক বার্তা, সেই সঙ্গে সম্মাননা জানানো হবে প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবালকে।

বিষয়:

কবির বকুল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত