অবশেষে গানে ফিরছেন কুমার বিশ্বজিৎ

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২১: ০০

অবশেষে দীর্ঘ বিরতির পর স্টেজ শো’তে ফিরছেন বাংলাদেশের সংগীতাঙ্গনের চিরসবুজ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। একমাত্র ছেলে নিবিড়ের জন্য স্ত্রীকে সাথে নিয়ে কানাডায় হাসপাতালে দীর্ঘদিন ধরেই আছেন কুমার বিশ্বজিৎ। কিন্তু সময়ের ধারাবাহিকতায় চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় নিবিড় এখন আগের চেয়ে কিছুটা সুস্থ। তাই কুমার বিশ্বজিৎ সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এবার স্টেজ শো’তে ফিরবেন।

জানা যায়, আগামী ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে কুমার বিশ্বজিৎ স্টেজ শোতে ফিরছেন। এরপর তিনি একে একে ২৪ ও ৩০ আগস্ট এবং ৬ ও ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার আরো পাঁচটি স্টেটে সঙ্গীত পরিবেশন করবেন।

বিজ্ঞাপন

কুমার বিশ্বজিৎ বলেন, ‘সত্যি বলতে কী আমার ছেলে নিবিড় যখন দুর্ঘটনায় কবলিত হয় সেই সময় থেকে আজ অবধি সারা পৃথিবীর আনাচে কানাচে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে আমি আমার ছেলের জন্য যে ভালোবাসা পেয়েছি, যে দোয়া পেয়েছি তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। প্রতিনিয়ত তারা নানান মাধ্যমে আমার ছেলের খোঁজ নিয়েছেন। তারা আমার ছেলের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন তাতে সত্যিই মুগ্ধ আমি।’

স্টেজ শো সম্পর্কে তিনি বলেন, ‘মূলত মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে, ভালোবাসা জানাতে আমি তাদের সামনে আবার গানে গানে হাজির হচ্ছি। তাদের সামনে দাঁড়িয়ে গানতো শোনাবই, সেইসাথে আমি তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করতে চাই। কারণ ঈশ্বরের অসীম কৃপায় আর মানুষের দোয়া ও ভালোবাসায় নিবিড় এখন বেশ খানকিটা সুস্থ। সে যেন দ্রুত পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে এই দোয়াই চাই আমি। যারা আমাকে অষ্ট্রেলিয়াতে পরপর পাঁচটি শো করার সুযোগ করে দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

কুমার বিশ্বজিৎ প্লে-ব্যাক করার জন্য বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন বছর আগে বইমেলাতে প্রকাশিত হয়েছিলো কুমার বিশ্বজিৎ-এর আত্মজীবনী মূলক বই ‘এবং বিশ্বজিৎ’।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘এই বইটি প্রকাশ হওয়ার পর, আমার মনে প্রায়শই কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল - জীবনে আমি এমন কী করেছি যার জন্য আত্মজীবনীর মতো মহৎ কিছুর প্রয়োজন? সঙ্গীতে আমার আসলে কতটা অবদান আছে? আমার মনে হয় সঙ্গীতে আমার অবদান খুব কম। তবুও, আমার জীবনের অনেক ঘটনা লিপিবদ্ধ আছে এই বইতে যা আমি আমার দীর্ঘ যাত্রায় রেখে এসেছি। ‘এবং বিশ্বজিৎ’ মূলত আমার জীবনের অপঠিত পৃষ্ঠাগুলি খুলে দেয়া।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত