আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার জীবনটা অনেক চ্যালেঞ্জিং: রেশমা আহমেদ

বিনোদন রিপোর্টার
আমার জীবনটা অনেক চ্যালেঞ্জিং: রেশমা আহমেদ

কখনো মায়ের চরিত্রে, কখনো বোনের চরিত্রে অনবদ্য রেশমা আহমেদ। তবে বিগত কয়েক বছরে বহু নাটকে মায়ের চরিত্রে অভিনয়ে করতে দেখা যায় তাকে। রেশমার ভাষ্যমতে, এই সময়ে তিনি প্রতি মাসে বিশটি একক নাটকে অভিনয় করেন। যেকারণে তাকে প্রতি মাসেই ভীষণ কষ্ট করতে হয়। রেশমা তার জীবনের প্রয়োজনেই প্রতিনিয়ত খুব কষ্ট করেন।

শুধু যে একক নাটকে তিনি অভিনয় করেন এমনটি নয়। ধারাবাহিক নাটকেও তিনি অভিনয় করেন। নির্মাতারা তাকে বেশ আগ্রহের সাথেই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন।

বিজ্ঞাপন

রেশমা আহমেদ বলেন, ‘আমার জীবনটা অনেক চ্যালেঞ্জিং একটা জীবন। অনেকটা শখের বশেই অভিনয় শুরু করেছিলাম। আর এখন অভিনয়ই আমার পেশা। প্রতিনিয়ত কাজের যে চাপ জীবনের প্রয়োজনেই এই চাপ মেনে নিচ্ছি। শুধু পরিবারের কথা মাথায় রেখেই নিরলসভাবে শ্রম দিয়ে কাজ করে যাচ্ছি।’

অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক সময়ই গল্প বাছাইয়ের সময় সুযোগ থাকেনা। তারপরও ব্যতিক্রম ধরনের গল্প পেলে অভিনয় করতেও ভালোলাগে। দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাই। দর্শকের এই ভালোবাসার তুলনা হয় না। এটাও সত্যি যে দর্শক অনুপ্রেরণা না দিলে এতদূর এগিয়ে আসা আমার পক্ষে সম্ভব হতো না। আমি মনেকরি প্রযোজক পরিচালকদের আগ্রহ, আমার অনেক কষ্ট, অনেক শ্রম এবং সর্বোপরি দর্শকের ভালোবাসায় আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি। এই ভালোবাসা আমি আজীবন ধরে রাখতে চাই।’

বর্তমানে রেশমা আহমেদ রাজধানীর অদূরে পূবাইলে অরণ্য আনোয়ারের নতুন ধারাবাহিক নাটক ‘ফ্রম নোয়াখালী’ নাটকের শ্যুটিং করছেন। এছাড়াও সনজিত সরকারের নতুন ধারাবাহিক ‘ম্যানেজ মাস্টার’, রুমান রুনির ‘গিট্টু’, ফরিদুল হাসানের ‘ফাঁপর’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে কায়সার আহমেদ’র ‘গোলমাল’ ও নাসিরুদ্দিন মাসুদের ‘টাট্টুঘোড়ার দল’।

এরই মধ্যে তারেক মাহমুদ সুমনের নির্দেশনায় ‘প্রাইম ব্যাংক’র বিজ্ঞাপনে মডেল হিসেবে মায়ের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন রেশমা আহমেদ। রেশমা আহমেদ’র প্রথম অভিনীত নাটক সীমান্ত সজল পরিচালিত ‘বিতাংশ’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন