তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৪-২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ৯ কোটি টাকা অনুদান অনুমোদন করেছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৭৫ লক্ষ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০ লক্ষ টাকা করে অনুদান দেয়া হবে।
অনুমোদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো হল, ‘রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রুহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ: দ্য টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফয়জুন্নেসা, জুঁই।
অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো হল, মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস, অপসময়।
চলচ্চিত্র নির্মাণে গুণগত মান ও সৃজনশীলতা বাড়াতে প্রতি বছরই এই অনুদান দিয়ে থাকে সরকার। নতুন প্রজন্মের নির্মাতাদের উৎসাহিত করতেও এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই ধারণা সরকারের।
মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, সোমবার তিন স্তরের নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে চিত্রনাট্য নির্বাচন কমিটি কর্তৃক স্ক্রিপ্ট স্ক্রিনিং করা হয়। এরপর অনুদান নির্বাচন কমিটি পর্যালোচনা করে চূড়ান্ত পর্যায়ে ৩২টি চলচ্চিত্রকে অনুদানের জন্য নির্বাচিত করে।
চিত্রনাট্য জমা দেওয়ার শেষ তারিখ ছিল এপ্রিলের শেষ পর্যন্ত। ফিচার বিভাগের জন্য মোট ১৮৯টি চিত্রনাট্য জমা পরেছিল, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জমা পরে ১৪০টি ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

