মহান বিজয় দিবস উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের সেই বীর শহীদদের, যাদের ত্যাগ ও আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ যা এযাবৎ কালের সর্বোচ্চ অর্জন। এই বিজয় কেবল একটি ভূখণ্ডের মুক্তি নয়, এটি ছিল শাসন, শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বাঙালি জাতির অদম্য সংগ্রামের চূড়ান্ত পরিণতি।
মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে মানবিকতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার মূল্যবোধ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হলো সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে, গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপদানের মাধ্যমে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ন্যায্য রাষ্ট্র গড়ে তোলা। দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসাই হবে শহীদদের প্রতি আমাদের প্রকৃত সম্মান।
মহান বিজয় দিবসে আমরা শপথ নেই, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, মর্যাদাপূর্ণ বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করব।
মো. আলাউদ্দীন মহসিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

