আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিমের উদ্যোক্তা হওয়ার গল্প

ফিয়াদ নওশাদ ইয়ামিন

মিমের উদ্যোক্তা হওয়ার গল্প

পরিবার ও মাতৃত্বের দায়িত্ব যখন একজন নারীকে পুরোপুরি সংসারের ভেতর বেঁধে রাখে, তখন অনেকের স্বপ্ন থেমে যায়। তবে নুসরাত ফাতেমা মিম থামেননি। সংসার সামলানোর ফাঁকেই তিনি ভেবেছেন আত্মপরিচয়ের কথা, ভেবেছেন নিজের সক্ষমতা আর স্বপ্নের কথা। সেই ভাবনা থেকেই ধীরে ধীরে এগিয়ে আসেন পোশাক ও দেশিয় পণ্যের এক নিজস্ব উদ্যোক্তা পরিচয় নিয়ে। আর সেই স্বপ্ন থেকেই সৃষ্টি হয়েছে তার নিজস্ব ব্র্যান্ড গার্লস পয়েন্ট।

জুয়েলারি থেকে শুরু করে কুমিল্লার স্থানীয় পণ্য, বাটিক ড্রেস আর কটন পোশাক সবকিছু মিলিয়েই শুরু হয় তার উদ্যোক্তা জীবনের পথচলা। তাহলে জানা যাক নুসরাত ফাতেমা মিমের এই যাত্রার গল্প...

বিজ্ঞাপন

স্বপ্নের শুরু সংসারের ভেতরেই

পরিবার ও মাতৃত্বের দায়িত্ব এসে পড়ার পর যখন অনেকেই নিজেদের স্বপ্ন পেছনে রেখে দেন, মিম তখন আত্মপরিচয়ের কথা ভাবতে শুরু করেন। সংসার সামলানোর পাশাপাশি নিজের কিছু করার তাগিদ থেকেই তিনি এগিয়ে আসেন উদ্যোক্তা হওয়ার পথে। পোশাক ও দেশীয় পণ্যকে ঘিরে তার ভাবনার শুরু। জুয়েলারি থেকে শুরু করে কুমিল্লার স্থানীয় পণ্য সবকিছু মিলিয়েই গড়ে ওঠে তার উদ্যোক্তা জীবনের প্রথম ভিত্তি। নুসরাত ফাতেমা মিমের উদ্যোক্তা জীবনের পরিচয় আজ ‘গার্লস পয়েন্ট’ সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ-এর মাধ্যমে। তিনি পোশাক ও দেশীয় পণ্যের একটি নির্ভরযোগ্য নাম গড়ে তুলেছেন। কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক ড্রেস, নান্দনিক কটন পোশাক, পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইনের ড্রেসের সঙ্গে মানানসই ও রুচিশীল জুয়েলারির সমন্বয় সব মিলিয়ে তার গার্লস পয়েন্ট হয়ে উঠেছে নারীদের আস্থার জায়গা। মান, নান্দনিকতা ও ক্রেতার সন্তুষ্টিকেই তিনি বেশি গুরুত্বের সঙ্গে দেখেন।

পোশাক ও দেশীয় পণ্যে নিজের পরিচয়

মিম মূলত পোশাক ও ফ্যাশন নিয়ে কাজ করেন। দেশীয় পণ্যের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। কুমিল্লার বিখ্যাত বাটিক ড্রেস, বিভিন্ন ধরনের কটন পোশাক এবং পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইনের পোশাক তার কাজের প্রধান অনুষঙ্গ। এর সঙ্গে তিনি যুক্ত করেছেন রুচিশীল ও মানানসই জুয়েলারির সংগ্রহ। মানসম্মত পণ্য, নান্দনিক ডিজাইন এবং ক্রেতার সন্তুষ্টিকে তিনি নিজের কাজের কেন্দ্রবিন্দুতে রেখেছেন।

পরিবারই যখন সবচেয়ে বড় শক্তি

উদ্যোক্তা জীবনের শুরুতে মিমের সামনে বড় কোনো প্রতিবন্ধকতা আসেনি।

 কুমিল্লার সন্তান হিসেবে প্রথমে তিনি স্থানীয় পণ্য দিয়েই ব্যবসা শুরু করেন। শুরু থেকেই স্বামী ও পরিবার তার পাশে ছিল। বিশেষ করে তার মা সবসময় তাকে স্বাবলম্বী হওয়ার পথে সাহস জুগিয়েছেন। যদিও শুরুতে তার বাবা এই ব্যবসার বিষয়টি খুব একটা পছন্দ করতেন না, তবে সেটি ছিল শুধুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে। সময়ের প্রয়োজনে মিমের পরিশ্রম আর নিষ্ঠা তাকেও আশ্বস্ত করেছে। পরিবারের দোয়া ও ভালোবাসাকেই তিনি মনে করেন নিজের সবচেয়ে বড় পুঁজি।

মিমের-উদ্যোক্তা-হওয়ার-গল্প-2

ব্যবসার শুরুতে চ্যালেঞ্জ

শুরুর সময়টা মিমের জন্য সহজ ছিল না। ডেলিভারি দেওয়া, প্রোডাক্টের ছবি তোলা, অর্ডার ম্যানেজ করা সবকিছু তাকে একাই করতে হতো। সবার মানসিক সমর্থন থাকলেও কাজের শুরুতে সরাসরি সহযোগিতা খুব একটা পাননি। তবে একা হাতে কাজ করতে করতেই তিনি অভিজ্ঞ হয়ে উঠেছেন। সময়ের সঙ্গে সঙ্গে কঠিন কাজগুলোই আজ তার কাছে সহজ হয়ে গেছে।

২০১৯ সালে সন্তান জন্মের পর নুসরাতের জীবনে আসে নতুন দায়িত্ব। মাতৃত্বের সঙ্গে সঙ্গে সংসারের বাড়তি চাপ তাকে দীর্ঘ সময়ের জন্য ব্যবসা থেকে দূরে সরিয়ে দেয়। সেই সময় ব্যবসা বন্ধ থাকলেও স্বপ্ন দেখা বন্ধ ছিল না। সন্তানের ঘুমের ফাঁকে, নিঃশব্দ রাতগুলোতে তিনি মনে মনে প্রস্তুতি নিয়েছেন ফিরে আসার। এই বিরতিই তাকে আরো দৃঢ় করেছে, আরো শক্ত করে তুলেছে।

নতুন করে ফিরে আসার সাহস

মাতৃত্বের সময় শেষে আবার নিজের স্বপ্নের দিকে ফিরে আসেন নুসরাত ফাতেমা মিম। ২০২৫ সালে নতুন উদ্যমে শুরু করেন তার উদ্যোক্তা কার্যক্রম। গার্লস পয়েন্টের সামনে রেখে শুরু করেন তার কার্যক্রম 

ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন মেলা ও সেমিনারে অংশ নিয়ে তিনি ধীরে ধীরে তার ব্যবসাকে বিস্তৃত করে চলেছেন। একই সঙ্গে অন্যান্য সংগঠকের ইভেন্ট মেলায় সহায়তা করে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নুসরাত ফাতেমা মিম বলেন, সততা, ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে তিনি ধীরে ধীরে গার্লস পয়েন্টকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান। বিশ্বাস করেন, নিজের চেষ্টা আর সবার দোয়া থাকলে সামনে আরো ভালো কিছু করা সম্ভব। নুসরাত ফাতেমা মিমের এই পথচলা প্রমাণ করে নারীর স্বপ্ন সংসারের দেয়ালে আটকে থাকে না। সন্তানের ঘুমের ফাঁকেই জন্ম নেয় নতুন পরিচয়, নতুন সাহস আর নতুন এক উদ্যোক্তা গল্প।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন