আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে মেধাতালিকায় মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র ও নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটাসহ নির্বাচিত হয়েছেন ৩৭০১ জন শিক্ষার্থী।

ফলাফলের দ্বিতীয় ধাপে ৭ হাজার ২৬৬ জন শিক্ষার্থীকে অপেক্ষামাণ তালিকায় রেখে ফল প্রকাশ করা হয়েছে। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৯৩.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন।

মেধাতালিকা থেকে কেউ ভর্তি না হলে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবেন। ফলাফল কৃষিগুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট (https://acas.edu.bd)-এ শিক্ষার্থীরা দেখতে পারবেন বলে জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন