পতিত আ.লীগের নাশকতা ঠেকাতে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৯: ৩৫

রাষ্ট্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশের চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

মঙ্গলবার ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ভিপিদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে দেড় দশকের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হলেও বিতাড়িত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী গোষ্ঠী পুনরায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ধর্মীয় উপাসনালয়ে হামলার চেষ্টা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়।

amardesh_du

ছাত্র সংসদগুলোর ভাষ্য, প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ জরুরি।

তাদের অভিযোগ, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রত্যাশিত নয় এবং দেশব্যাপী চোরাগোপ্তা হামলার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা অব্যাহত রয়েছে।

বিবৃতিতে অবিলম্বে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার, চিরুনি অভিযান পরিচালনা, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি জাতির সামনে উপস্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি শত্রুপক্ষের ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য তৈরি এবং জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়।

ছাত্র সংসদগুলো আরও জানায়, যেখানে নিষিদ্ধ সংগঠনগুলোর কোনো সদস্য শনাক্ত হবে, সেখানে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তারা সবাইকে দলমত নির্বিশেষে গণহত্যাকারী ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত