জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিট, অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন আটজন শিক্ষার্থী।
শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাতজন শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা হলেন নাজীফা তাসনিম লাবীবা, মো. রাশেদুজ্জামান রাফি, অর্নব মল্লিক, মো. শাহরিয়া আহমেদ, মো. আজিজুল ইসলাম, আশজাবি মোস্তফা জাজিবা ও জয় কুমার কুন্ডু। এছাড়া সড়ক দুর্ঘটনার শিকার জান্নাতুল মাওয়া তুলির বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়।
নির্ধারিত সাতজন শ্রুতিলেখকের বাইরেও জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আরও তিনজন শ্রুতিলেখককে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল।
প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে মেডিকেল সেন্টারে এই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা সিট প্ল্যান ও বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছিল।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

