প্রতিনিধি, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হুসাইনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, গতকাল নৃশংসভাবে জুবায়েদকে হত্যা করা হয়েছে। গত এক মাসে ঢাকায় ছাত্রদলের চার নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডকে কোনোভাবেই মেনে নিতে পারি না। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তাই রাজনৈতিক রূপ দিতে চাই না। তবে আমরা দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, আমার শিক্ষার্থী জুবায়েদ আজ আমাদের সামনে শুয়ে আছে এটা আমরা কল্পনাও করতে পারি না। সমাবর্তনে তার মাথায় ক্যাপ পরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ তাকে জানাজায় দেখছি। তার বাবা-মা তাকে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন, লাশ হিসেবে ফিরে এলো। আমরা দ্রুত বিচার দৃশ্যমান দেখতে চাই।
জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জুবায়েদ খুবই ভালো ছেলে ছিল। সে মাঝে মাঝে আমার কাছে আসতো, খুব বিনয়ী আচরণ করতো। এমন একটি ছেলের শত্রু থাকতে পারে এটা আমাদের কল্পনার বাইরে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন বলেন, আমি চেয়েছিলাম আমার ছেলে লেখাপড়া করে বড় মানুষ হবে। আজ সে লাশ হয়ে আছে। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। যারা গতকাল আমার ছেলের জন্য সংগ্রাম করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
চোখেমুখে শোকের ছাপ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা জানাজা শেষে জুবায়েদের বিদায় জানায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হুসাইনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, গতকাল নৃশংসভাবে জুবায়েদকে হত্যা করা হয়েছে। গত এক মাসে ঢাকায় ছাত্রদলের চার নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডকে কোনোভাবেই মেনে নিতে পারি না। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তাই রাজনৈতিক রূপ দিতে চাই না। তবে আমরা দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, আমার শিক্ষার্থী জুবায়েদ আজ আমাদের সামনে শুয়ে আছে এটা আমরা কল্পনাও করতে পারি না। সমাবর্তনে তার মাথায় ক্যাপ পরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ তাকে জানাজায় দেখছি। তার বাবা-মা তাকে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন, লাশ হিসেবে ফিরে এলো। আমরা দ্রুত বিচার দৃশ্যমান দেখতে চাই।
জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জুবায়েদ খুবই ভালো ছেলে ছিল। সে মাঝে মাঝে আমার কাছে আসতো, খুব বিনয়ী আচরণ করতো। এমন একটি ছেলের শত্রু থাকতে পারে এটা আমাদের কল্পনার বাইরে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন বলেন, আমি চেয়েছিলাম আমার ছেলে লেখাপড়া করে বড় মানুষ হবে। আজ সে লাশ হয়ে আছে। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। যারা গতকাল আমার ছেলের জন্য সংগ্রাম করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
চোখেমুখে শোকের ছাপ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা জানাজা শেষে জুবায়েদের বিদায় জানায়।
কিডনি রোগের চিকিৎসায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ ফিনেরেনন, যার বাজারে মূল্য ১০ মিলিগ্রামের ট্যাবলেট ৮০ টাকা এবং ২০ মিলিগ্রামের ট্যাবলেট ১৫০ টাকা।
৫ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদী আমলে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেস। ফলে প্রশাসনের স্বেচ্ছাচার বেড়েছে, শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষিত হয়েছে এবং ছাত্ররাজনীতি দখলদারিত্বমূলক হয়ে উঠেছে।’
৮ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ এইচ ফাহিম।
৮ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচার যেন শুধু গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। তিনি বলেন, দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে।
১০ ঘণ্টা আগে