পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জবি শাখার নেতৃত্বে জহিরুল–ফাহিম

প্রতিনিধি, জবি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২০: ৪০

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ এইচ ফাহিম।

মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম বলেন, আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ের পিছিয়ে পড়া সকল জাতি ও ধর্ম-বর্ণের শিক্ষার্থীদের উন্নয়নের মাধ্যমে একটি আলোকিত পাহাড় গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, নির্দিষ্ট অঞ্চলের ভিত্তিতে কোনো বৈষম্য নয় পাহাড়ের প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।

সাধারণ সম্পাদক এ এইচ ফাহিম বলেন, আমরা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় এখনো অনেক পিছিয়ে। আমাদের সংগঠন পাহাড়ে উচ্চ শিক্ষার প্রসার, সচেতনতা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পার্বত্য শিক্ষার্থীদের সহযোগিতায়ও আমরা সবসময় পাশে থাকব।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। পাহাড়ের শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সহযোগিতামূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত