জাকসু নির্বাচন বয়কট নিয়ে যা বললেন ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৮
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৯

জাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, জামায়াত নেতার কোম্পানি থেকে ওয়েমার মেশিন, ব্যালট পেপার ও সিসিটিভি ক্যামেরা সরবারাহের অভিযোগ তুলে তারা এই নির্বাচন বয়কট করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এই বয়কটের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তানজিলা হোসেন বৈশাখী বলেন, আমরা নির্বাচন শুরু থেকেই বলে আসছি জামায়াতের কোম্পানি থেকে সরবরাহকৃত ব্যালট পেপার, ওয়েমার মেশিন ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার বন্ধ করতে হবে।

প্রশাসন আমাদের দাবির মুখে ভোট গনণার ওয়েমার মেশিন বাতিল করলেও ব্যালট পেপার বাতিল করা হয় নাই। যেহেতু ওয়েমার মেশিন বাতিল করা হয়েছে তাহলে কোন কারণে ব্যালট পেপার ও সিসিটিভি ক্যামেরা রাখা হলো? প্রশ্ন তুলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা।

তিনি আরও বলেন, বিভিন্ন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জাল ভোট দিচ্ছে শিবিরের নেতাকর্মীরা। জাল ভোট দেওয়ার কোন প্রমাণ পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জিএস প্রার্থী তানজিলা বলেন শিবির তাদের সাংবাদিকদের মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরির চেষ্টা করছে।

শিবিরের সাংবাদিক কারা এমন প্রশ্নে তিনি বলেন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর পরে দিব বলে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত