আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্যাবল বনাম ওয়াই-ফাই ইন্টারনেট

সুমাইয়া ইয়াসমিন সুম্মু

ক্যাবল বনাম ওয়াই-ফাই ইন্টারনেট

ঘরে বা অফিসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রায় সবাই একসময় এই প্রশ্নের মুখোমুখি হন—ইন্টারনেট ক্যাবল ভালো, নাকি ওয়াই-ফাই? ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, স্মার্ট টিভি—সব ডিভাইসই এখন ইন্টারনেটনির্ভর। কিন্তু সংযোগের ধরন বদলালে গতি, স্থিতিশীলতা ও নিরাপত্তায় বড় পার্থক্য তৈরি হয়। বাহ্যিকভাবে দুটোই ইন্টারনেট দেয়। কিন্তু ভেতরের বাস্তবতা একেবারেই আলাদা।

ইন্টারনেট ক্যাবল, যাকে সাধারণত ইথারনেট বলা হয়। সরাসরি রাউটার বা মডেমের সঙ্গে ডিভাইসকে যুক্ত করে। ফলে ডেটা পরিবহন হয় নির্দিষ্ট পথে, কোনো বাধা ছাড়াই। এর সবচেয়ে বড় সুবিধা হলো গতি ও স্থিরতা। ক্যাবল সংযোগে সাধারণত প্রতিশ্রুত ইন্টারনেট স্পিড প্রায় পুরোটা পাওয়া যায় এবং পিং বা ল্যাটেন্সি কম থাকে। তাই অনলাইন গেমিং, লাইভ স্ট্রিমিং, ভিডিও এডিটিং বা বড় ফাইল ডাউনলোডের মতো কাজে ইথারনেট সংযোগকে এখনো সেরা সমাধান ধরা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে ওয়াই-ফাই পুরোপুরি বেতার প্রযুক্তিনির্ভর। এর সুবিধা হলো স্বাধীনতা ও চলাফেরা। এক রুম থেকে আরেক রুমে, এমনকি ঘরের বাইরে বসেও ইন্টারনেট ব্যবহার করা যায়। কিন্তু এই সুবিধার সঙ্গে আসে কিছু সীমাবদ্ধতা। দেয়াল, আসবাবপত্র, দূরত্ব এবং আশপাশের অন্যান্য ওয়াই-ফাই নেটওয়ার্ক সিগন্যালকে দুর্বল করে দিতে পারে। ফলে গতি ওঠানামা করে এবং অনেক সময় সংযোগ অস্থির হয়ে পড়ে।

গতির দিক থেকে তুলনা করলে ক্যাবল প্রায় সব সময়ই এগিয়ে থাকে। কারণ ওয়াই-ফাইতে একই রাউটার থেকে একাধিক ডিভাইস সংযুক্ত থাকলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়। এতে প্রত্যেক ডিভাইসের গতি কমে। ক্যাবলে এ সমস্যা তুলনামূলক কম। কারণ প্রতিটি ডিভাইস আলাদা ফিজিক্যাল সংযোগ পায়। তাই অফিসের গুরুত্বপূর্ণ কম্পিউটার বা হোম অফিস সেটআপে ক্যাবল ব্যবহার করলে কাজের গতি ও নির্ভরযোগ্যতা দুটোই বাড়ে।

নিরাপত্তার দিক থেকেও ক্যাবল সংযোগ বেশি নিরাপদ। কারণ ইথারনেট ক্যাবলে যুক্ত না থাকলে বাইরে থেকে সরাসরি নেটওয়ার্কে ঢোকার সুযোগ থাকে না। বিপরীতে ওয়াই-ফাই সিগন্যাল বাতাসে ছড়িয়ে পড়ে, যা সঠিকভাবে সুরক্ষিত না হলে অননুমোদিত প্রবেশের ঝুঁকি তৈরি করে। দুর্বল পাসওয়ার্ড বা পুরোনো সিকিউরিটি প্রটোকল ব্যবহার করলে হ্যাকিং, ডেটা চুরি বা নেটওয়ার্কের অপব্যবহার হতে পারে।

তবে আধুনিক ওয়াই-ফাই প্রযুক্তিও আগের চেয়ে অনেক উন্নত। শক্তিশালী এনক্রিপশন, ডুয়াল-ব্যান্ড বা ট্রাই-ব্যান্ড রাউটার, মেশ নেটওয়ার্ক—এসব ব্যবহারে গতি ও নিরাপত্তা দুই-ই অনেকটা উন্নত করা যায়। তবু বাস্তবতা হলো, যেখানেই সর্বোচ্চ গতি ও স্থিতিশীলতা দরকার, সেখানেই ক্যাবল এখনো প্রথম পছন্দ।

সবমিলিয়ে বলা যায়, ইন্টারনেট ক্যাবল ও ওয়াই-ফাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়। বরং প্রয়োজনভেদে পরিপূরক। স্থায়ী ডেস্কটপ, গেমিং পিসি বা অফিস সার্ভারের জন্য ক্যাবল আদর্শ। আর স্মার্টফোন, ট্যাবলেট ও চলমান ব্যবহারের জন্য ওয়াই-ফাই অপরিহার্য। সঠিক কাজে সঠিক সংযোগ বেছে নিতে পারলেই ইন্টারনেট অভিজ্ঞতা হবে দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...