জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষক ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক বিচার নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এই তালা দেওয়ায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যে উদ্বেগ প্রকাশ করেছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাকসু।
শনিবার রাত দুইটায় জাকসু ভবনে এই সংবাদ সম্মেলন করেন জাকসুর নেতারা।
সংবাদ সম্মেলনে জাকসু নেতারা অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্ট মাস থেকেই জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক বিচার দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনকে বারবার দাবি জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে বিচার সম্পন্ন হয়নি।
জাকসু'র সহ–সভাপতি আবদুর রশিদ জিতু এবং জিএস মাজহারুল ইসলাম জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দেওয়া বিবৃতির প্রধান দুটি বিষয়ের তীব্র প্রতিবাদ জানান। প্রথমত, বিচার প্রক্রিয়াকে বলপ্রয়োগ ও চাপ সৃষ্টির মাধ্যমে প্রভাবিত করার অভিযোগটি তারা প্রত্যাখ্যান করেন। তাদের মতে, এটি দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে একটি যৌক্তিক প্রতিবাদ এবং বিচার দ্রুত নিশ্চিত করার জন্য এই কর্মসূচী নেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বাধাগ্রস্ত হওয়ার যে অভিযোগ শিক্ষক ফোরাম এনেছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে জাকসু দাবি করে। তারা নিশ্চিত করেন, দিবস দুটি যথাযথ মর্যাদার মাধ্যমে পালনের জন্য প্রশাসনিক ভবন তাৎক্ষণিক সময়টুকুতে পুরোপুরি খোলা থাকবে। জাকসু নেতারা জানান, তারা বিশ্ববিদ্যালয় প্রক্টর, রেজিস্ট্রার এবং উপ উপাচার্য প্রশাসনের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে দিবস পালনের ক্ষেত্রে প্রশাসনিক ভবনে তালা থাকা কোনো প্রকারের সম্পর্কযুক্ত নয়। এ বিষয়ে মিথ্যাচার করা 'লজ্জাজনক' বলে আখ্যায়িত করেন তারা।
জাকসু জিএস মাজহারুল ইসলাম আরও বলেন, সম্প্রতি শরীফ ওসমান বিন হাদী'র ওপর হামলার ঘটনাকে পুঁজি করার যে অভিযোগ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তুলেছেন তা দুঃখজনক। হাদির ওপর হামলার ঘটনা এবং অন্যান্য স্থানে বিপ্লবীদের ওপর আক্রমণের আশঙ্কা থেকেই তারা এই প্রতিবাদের কর্মসূচী দিয়েছেন।
শিক্ষক ফোরামকে আহ্বান জানিয়ে জাকসু নেতারা বলেন, আওয়ামীপন্থি শিক্ষক ও বিএনপি পন্থী শিক্ষক সম্পূর্ণ ভিন্ন হতে হবে এবং তারা আশা করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যেন আওয়ামী শিক্ষকদের বিচারের ক্ষেত্রে কোনো প্রকার নমনীয়তা না দেখায়। সেই সাথে এই বিচার বাস্তবায়নের কাজে ক্যাম্পাসের অন্যান্য ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের একাত্মতা পোষণ করার আহ্বান জানিয়েছে জাকসু নেতারা।
উল্লেখ্য, গত শুক্রবার ইনকিলাব মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার পর আওয়ামী দোসর শিক্ষকদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয় জাকসু। তবে এই তালা দেওয়া সুষ্ঠু বিচারকে প্রভাবিত করবে বলে উল্লেখ করে শনিবার রাতে বিবৃতি দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

