আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বইমেলা সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

১ ফেব্রুয়ারি প্রতীকী বইমেলা সফল করার আহ্বান

স্টাফ রিপোর্টার

১ ফেব্রুয়ারি প্রতীকী বইমেলা সফল করার আহ্বান

ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ১ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া প্রতীকী বইমেলা সফল করার আহ্বান জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। এ বছর ফেব্রুয়ারির ১ তারিখ থেকে একুশে বইমেলা অনুষ্ঠিত না হওয়ার প্রতিবাদে এই প্রতীকী বইমেলার আয়োজন করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্নারে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটু বলেন, যারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, যারা আমাদের ঐতিহ্যকে পছন্দ করে না, তারা এই বইমেলা চায় না। বাংলা একাডেমি কর্তৃপক্ষ তথা সরকার অমর একুশে বইমেলার ধারাবাহিকতা, ইতিহাস ও ঐতিহ্য ভঙ্গ করে ১ ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্ত দেশের হাজার হাজার লেখক, পাঠক, প্রকাশক, সংস্কৃতিকর্মীসহ ব্যাপক জনগণকে চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে। সেজন্য ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী প্রতীকী বইমেলা অনুষ্ঠিত হবে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতীকী বইমেলাটি বাংলা একাডেমি প্রাঙ্গণে ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শুরু হবে। বইমেলার উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন