ঢাবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২০: ৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া, শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জোহরের নামাজের পর মসজিদুল জামিআ’য় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জুলাই শহিদ দিবস আমাদের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের সংগ্রামে আত্মত্যাগকারীদের কথা স্মরণ করিয়ে দেয়। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত