জাকসু নির্বাচন
প্রতিনিধি, জাবি
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখায় ভাঙনের সুর স্পষ্ট হয়েছে।
দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর সংগঠনটি ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামের একটি প্যানেলের ঘোষণা দিয়েছে। তবে এই ঘোষণার পূর্বে সংগঠনটির এক নেতার পদত্যাগ ও আরেক নেতার পদত্যাগের হুমকির ঘটনায় সংগঠনের ভেতরে দ্বন্দ্ব, অসন্তোষ ও ভাঙনের অভিযোগ প্রকাশ্যে এসেছে।
জানা যায়, বুধবার রাতে সংগঠনটির জাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এর ব্যাখ্যা দেন।
নাজমুল অভিযোগ করেন, দলের কিছু প্রভাবশালী নেতা ত্যাগীদের অবমূল্যায়ন করছেন। প্যানেল গঠনে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে। এসব কারণে তিনি পদ ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান।
এদিকে, তার এই পদত্যাগকে কেন্দ্র করে বাগছাসে ভাঙন বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি পদত্যাগের হুমকি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আলম আরমানও।
বাগছাসের এই নেতাদের দাবি, জাকসু নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন গতি আনতে চান। কিন্তু যোগ্য হওয়ার পরেও কয়েকজন ত্যাগী কর্মীকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যোগ্য ও প্রতিনিধিত্বের উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন, তাদেরকেই প্যানেলে রাখা হয়েছে। এখানে ব্যক্তিগত স্বার্থ বা স্বজনপ্রীতির কোনো জায়গা নেই। আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা।
এদিকে, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেয়ার পর 'শিক্ষার্থী ঐক্য ফোরাম' নামে প্যানেলের নাম ঘোষণা করেছে শাখা ছাত্র সংসদ। পরে রাতে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে আংশিক প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে ভিপি পদে আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম, এজিএস পদে জিয়া উদ্দিন আয়ান এবং নারী এজিএস পদে মালিহা নামলাহকে মনোনীত করা হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ প্যানেল দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখায় ভাঙনের সুর স্পষ্ট হয়েছে।
দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর সংগঠনটি ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামের একটি প্যানেলের ঘোষণা দিয়েছে। তবে এই ঘোষণার পূর্বে সংগঠনটির এক নেতার পদত্যাগ ও আরেক নেতার পদত্যাগের হুমকির ঘটনায় সংগঠনের ভেতরে দ্বন্দ্ব, অসন্তোষ ও ভাঙনের অভিযোগ প্রকাশ্যে এসেছে।
জানা যায়, বুধবার রাতে সংগঠনটির জাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এর ব্যাখ্যা দেন।
নাজমুল অভিযোগ করেন, দলের কিছু প্রভাবশালী নেতা ত্যাগীদের অবমূল্যায়ন করছেন। প্যানেল গঠনে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে। এসব কারণে তিনি পদ ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান।
এদিকে, তার এই পদত্যাগকে কেন্দ্র করে বাগছাসে ভাঙন বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি পদত্যাগের হুমকি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আলম আরমানও।
বাগছাসের এই নেতাদের দাবি, জাকসু নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন গতি আনতে চান। কিন্তু যোগ্য হওয়ার পরেও কয়েকজন ত্যাগী কর্মীকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যোগ্য ও প্রতিনিধিত্বের উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন, তাদেরকেই প্যানেলে রাখা হয়েছে। এখানে ব্যক্তিগত স্বার্থ বা স্বজনপ্রীতির কোনো জায়গা নেই। আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা।
এদিকে, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেয়ার পর 'শিক্ষার্থী ঐক্য ফোরাম' নামে প্যানেলের নাম ঘোষণা করেছে শাখা ছাত্র সংসদ। পরে রাতে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে আংশিক প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে ভিপি পদে আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম, এজিএস পদে জিয়া উদ্দিন আয়ান এবং নারী এজিএস পদে মালিহা নামলাহকে মনোনীত করা হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ প্যানেল দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে