ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে নতুন পাঁচ সদস্য মনোনয়ন

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২০: ৪৮
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২০: ৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নতুন করে পাঁচজন শিক্ষাবিদ সদস্য মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) ধারা অনুযায়ী তিন বছরের জন্য মনোনীত এই সদস্যরা হলেন

বিজ্ঞাপন

১. অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, সাবেক ডিন, কলা অনুষদ ও ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২. অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ডিন (ভারপ্রাপ্ত), কলা অনুষদ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

৩. অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ

৪. অধ্যাপক ড. কামরুল হাসান, পদার্থবিজ্ঞান বিভাগ

৫. অধ্যাপক ড. সামিনা লুৎফা, সমাজবিজ্ঞান বিভাগ

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে সিনেট শিক্ষাবিষয়ক নীতিমালা প্রণয়ন, বাজেট অনুমোদনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

নতুন এই মনোনয়নের ফলে সিনেটের কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত