সাজিদ হত্যাকারী গ্রেপ্তার না হলে ইবি অচল করে দেয়া হবে: ইবি শিবির

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৬: ২৪

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ইকসু) নির্বাচনের নীতিমালা ও রোডম্যাপ দ্রুত ঘোষণা, সাজিদ আব্দুল্লাহর খুনিদের বিচার, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিতকরণ, চলতি বছরেই নির্মাণাধীন হলগুলো চালু করা এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) বেলা দেড়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে ছাত্র সমাবেশে পরিণত হয়।

প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপস্থিতিতে তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ ; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’ ; ‘ইকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’; ‘সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘শতভাগ আবাসন, নিশ্চিত করবে প্রশাসন’; ‘বিশ্ব এখন আধুনিক, ইবি কেন যান্ত্রিক’ ইত্যাদি স্লোগান দেয়।

ছাত্র সমাবেশে ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘সাজিদ আব্দুল্লাহ হত্যার খুনিদের এখনো গ্রেপ্তার করা যায় নাই, এটি শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা না, আমরা বলবে এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। অন্তর্বর্তী সরকারের কি এত দুর্বল হয়ে গেল যে ৯০ দিন পেরিয়ে গেল অথচ একজন হত্যাকারীকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন না। এর পেছনে কি রহস্য তা জাতির সামনে উন্মুক্ত করতে হবে। সাজিদের হত্যাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘এ বছরের শুরু থেকেই আমরা ছাত্র সংসদের ব্যাপারে দাবি জানিয়ে আসছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন কার্যকর পদে গ্রহণ করতে পারে নাই, তা আমার বুঝে আসে না। আপনারা বলেছিলেন ১৫ তারিখের মধ্যে নীতিমালা প্রণয়ন করবেন কিন্তু আজকে ১৮ তারিখ চলছে। যদি ছাত্র সংসদ নিয়ে কোনো টালবাহানা চলে তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এর দাঁতভাঙ্গা জবাব দেবে ইনশাল্লাহ।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত