আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে ‘ভূরিভোজ’

প্রতিনিধি, ঢাবি

হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে ‘ভূরিভোজ’

জুলাই হত্যাকাণ্ডের অপরাধে দণ্ডপ্রাপ্ত পতিত শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে টিএসসির সবুজ চত্বরে দেখা যায়, সেখানে চলছে ‘ভূরিভোজ’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভূরিভোজের অংশ হিসেবে টিএসসিতে দুইটি গরু ও দুইটি খাসি জবাই করা হয়।

বিজ্ঞাপন

একপাশে স্টেজে গান পরিবেশন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অন্যপাশে ক্যান্টিন ও চত্বর জুড়ে খাবার বিতরণ চলছে। পুরো এলাকা শিক্ষার্থীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশেই টানানো হয়েছে ‘খুনি হাসিনার ফাঁসির রায় সম্পর্কে মন্তব্য’ শীর্ষক একটি হোয়াইট বোর্ড। সেখানে শিক্ষার্থীরা নিজের অনুভূতি লিখে জানাচ্ছেন সমর্থন, ক্ষোভ, উচ্ছ্বাসসহ নানা প্রতিক্রিয়া।

আয়োজকদের একজন তানভীর আল মামুন বলেন, “গতকাল শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। সেই উপলক্ষে ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, তাদের সবাইকে একসঙ্গে নিয়ে আজকের এই ভূরিভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৩ হাজার মানুষের জন্য আয়োজন করেছি, সব টাকা এসেছে গণফান্ডিং থেকে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আনারুল হক বলেন, “১৬ বছর ধরে হাসিনার পৈশাচিকতা আমরা দেখেছি। এখন তার ফাঁসির রায় আমাদের শুধু আনন্দই দিচ্ছে না, পৈশাচিক আনন্দ দিচ্ছে। তাই এই অনুষ্ঠানে আসছি।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন