আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভিপি নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চাই: সাদিক

আমার দেশ অনলাইন

ভিপি নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চাই: সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ভিপি হিসেবে নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চাই। ডাকসুতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবো। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে তৈরি করব। শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। নারীদের নিরাপত্তা থাকবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। জুলাই আন্দোলনে অনেক সহযোদ্ধা ছিল, একসঙ্গে যারা নির্বাচন করেছি তারা প্রত্যেকেই আমাদের উপদেষ্টা। আমাদের যেকোনো ভুল সিদ্ধান্তে তারা ধরিয়ে দেবে আশা করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন