জাকসু নির্বাচন

ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেলের ভিপির প্রার্থিতা বাতিল

প্রতিনিধি, জাবি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫৭
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্র ইউনিয়ন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদ প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা বাতিল ও ভোটার তালিকা থেকে নাম প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। শেষ সময়ে এসে প্রার্থীতা বাতিল করায় নির্বাচন কমিশনের বিষয়ে উঠেছে প্রশ্ন।

শনিবার নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, রেজি নং-৪৬৯৮৪, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর গঠনতন্ত্রের ৪। ৩৮। ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

এদিকে এর আরো চারটি ধাপ অতিক্রম করে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পায় অমর্ত্য রায়। এত পরে এসে প্রার্থীতা বাতিলের মতো কাজ নির্বাচন বানচালের ষড়যন্ত্র মনে করছেন অনেকে শিক্ষার্থী।

এবিষয়ে অমর্ত্য রায় বলেন, প্যানেলের মিটিং হচ্ছে। মিটিং শেষে সম্মিলিতভাবে বক্তব্য দেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত