ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫৫
ছবি: আমার দেশ

ছাত্র ফ্রন্টের নেতারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাসের আকাঙ্খার উন্মেষ ঘটেছে। গণতান্ত্রিক ও সন্ত্রাস-দখলতারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে আমরা গণভোটের আয়োজন করছি। গণভোটের মাধ্যমে ছাত্র সংসদের দাবিতে আরো জোরদার আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১১ টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গণভোট আয়োজনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মান ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের কন্ঠস্বর জোরদার করতে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত গণভোটে শিক্ষার্থীদের সর্বাত্মক অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

সংগঠনের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় গণভোট কর্মসূচি উদ্বোধন ঘোষণা ও সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি নাহিয়ান রেহমান রাহাত এবং বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত