বানোয়াট অভিযোগ না তুলে, আইনি সহায়তা নিন: এস এম ফরহাদ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৮: ০৭
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৮: ১২

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের একাধিক টকশোতে অভিযোগ করেন, ২০১৬ সালে তাকে কবি জসীমউদ্দীন হলে নির্যাতন করা হয়েছিল। তাকে যারা নির্যাতন করেছিল তার মধ্যে তখন ছাত্র শিবিরেরও একজন ছিল এমনটা তিনি অভিযোগ করেছেন। এমন অভিযোগের জবাবে এফ এম ফরহাদ বলেছেন, যার বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলছেন, তার বিরুদ্ধে আজকেই মামলা করুন।

ফরহাদ আরও বলেন, আপনার কাছে যদি লিগ্যাল টিম না থাকে বা আর্থিক সামর্থ্য না থাকে, আমাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন। কিন্তু হঠাৎ করে এসব বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে কোনো লাভ নেই। আর যদি সত্যিকার অভিযোগ থাকে, তাহলে আইনি সহায়তা নিন—আমরা আপনাকে সব ধরনের সহায়তা করব।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও ছাত্রশিবির শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, বানোয়াট অভিযোগে জড়ানোর পরিবর্তে সবাইকে আইনের পথে চলতে হবে। আমরা সবাই জুলাইয়ের আন্দোলনে একসঙ্গে ছিলাম এবং আগামীতেও একসঙ্গে থাকবো। ডাকসুতে আপনি কিংবা আমি জিতবো এই ফ্রেমিং করবেন না। মিথ্যা বানোয়াট অভিযোগ আনবেন না।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা সবাই জুলাইয়ের আন্দোলনে একসঙ্গে ছিলাম, আগামীতেও একসঙ্গে থাকব। ডাকসু নির্বাচনে কে জিতবে আর কে হারবে—এমন ফ্রেমিং করার প্রয়োজন নেই। শিক্ষার্থীরাই চূড়ান্তভাবে জয়ী হবে। তারা যাকে চাইবে তাকেই ভোট দেবে।’’

তিনি সতর্ক করে বলেন, “কাঁদা ছোঁড়াছুঁড়ি করে মিথ্যা প্রচারণায় যাবেন না। যারা তা করবেন, শিক্ষার্থীরাই তাদের প্রত্যাখ্যান করবে, যেমন ছাত্রলীগকে করেছে। সত্য থাকলে সাহসের সঙ্গে বলুন, কিন্তু ভুয়া অভিযোগ তুলবেন না।”

ফরহাদ আরও বলেন, “কাঁদা ছোঁড়াছুঁড়ি করলে শিক্ষার্থীদের মধ্যে যে বিরক্তি তৈরি হচ্ছে, তা স্থায়ী হয়ে যাবে। এতে রাজনৈতিক ভীতি তৈরি হতে পারে। তাই আমার বিনীত অনুরোধ, আমরা সবাই মিলে শিক্ষার্থীদের জয়ী করব।”

এ সময় প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েমসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত