আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হলেন প্রফেসর ড. সিরাজুল ইসলাম

আমার দেশ অনলাইন

আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হলেন
প্রফেসর ড. সিরাজুল ইসলাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিরাজুল ইসলাম আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন।

বুধবার আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ) স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। কার্যাদেশ অনুসারে ড. সিরাজ আগামী ২৬ জুলাই, ২০২৫ থেকে তার কার্যদিবস শুরু করবেন।

বিজ্ঞাপন

প্রফেসর ড. সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে ফরিদপুর জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব পরীক্ষাতেই প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

তিনি ব্যাবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করায় ভাইস-চ্যান্সেলর স্বর্ন পদক লাভ করেন। ড. সিরাজ ইসলামিক ফাইন্যান্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার ৪৪ টিরও বেশি গবেষণা পত্র দেশী-বিদেশী জার্নালে প্রকাশিত হয়।

প্রফেসর ড. সিরাজুল ইসলাম ২৪ বছর শিক্ষকতা জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর , বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, হল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, সদস্য ফাইন্যান্স কমিটি ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...