তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২: ২২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জ্বলে উঠল ঢাকা কলেজ। সোমবার রাতে ঢাকা কলেজ ক্যাম্পাসে নর্থ বেঙ্গল স্টুডেন্ট এসোসিয়েশন, ঢাকা কলেজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক জ্বালাময়ী মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ।

নর্থ বেঙ্গলের অন্তর্ভুক্ত রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার জেলা ছাত্রকল্যাণ সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উত্তরবঙ্গের এক হাজারেরও বেশি শিক্ষার্থী। এসময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা কলেজ এলাকা।

বিজ্ঞাপন

এসময় সমাবেশে বক্তব্য রাখেন ১৬ জেলার জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, আনিসুর রহমান আনিস, সাবেক সদস্য আমিরুল ইসলাম লিওন, এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধি - ছাত্রশিবির, বাম ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাগছাসসহ প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “উত্তরবঙ্গের জীবন ও জীবিকা তিস্তার ওপর নির্ভরশীল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকারকে অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”

তারা আরও বলেন,“তিস্তা শুধু উত্তরবঙ্গের দাবি নয়—এটি পুরো বাংলাদেশের দাবি, এটি মানুষের প্রাণের দাবি। তিস্তা প্রকল্প বাস্তবায়ন মানে উত্তরবঙ্গের কৃষক বাঁচানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা।”

এ সময় তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল আহম্মেদ আনোয়ার।

তিনি বলেন,“চীনের দুঃখ হোয়াংহু, আর বাংলাদেশের দুঃখ তিস্তা। এই তিস্তাকে ঘিরেই উত্তরবঙ্গের প্রাণ- এ প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে তা হবে পুরো জাতির জন্য এক অর্থনৈতিক বিপর্যয়।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মশাল হাতে ঢাকা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও’, ‘তালবাহানা নয়, এখনই তিস্তা বাস্তবায়ন চাই’- এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।

বিক্ষোভ শেষে সংগঠনটির নেতৃবৃন্দ জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তরবঙ্গের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং এ দাবিকে জাতীয় পর্যায়ে তোলার জন্য ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত