কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এবার র্যাগিংয়ের শিকার হলেন বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নবীনদের র্যাগ দেয়।
প্রত্যক্ষদর্শীদের একজন বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উভয় ব্যাচের শিক্ষার্থীদের ডেকে প্রক্টরিয়াল বডির সদস্যরা লিখিতভাবে ঘটনার বিস্তারিত দিতে বলেন।
এর আগে গত ১ জুলাই বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিনও একই ভাবে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল বাংলা বিভাগের বিরুদ্ধে।
অন্যদিকে অভিযুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলেছেন, আমরা তাদের র্যাগ দেইনি, পরিচিত হওয়ার জন্য নিয়ে আসছিলাম। ক্লাসরুম খালি না থাকায় ছাদে গিয়ে কথা বলছিলাম।
এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি বলেন, আমি ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি প্রক্টরিয়াল বডির সদস্যরা দেখছেন। অভিযোগ প্রমাণ হলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, আমরা উভয়পক্ষকে ডেকে বলেছি, তারা যেন লিখিতভাবে আমাদের সবকিছু জানায়। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত বুধবার মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে নবাগতদের র্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে।

