ঢাবিতে সপ্তাহব্যাপী ‘ফেইস অফ লাইফ’ শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৫: ৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভাস্কর্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ভাস্কর আমিনুল ইসলাম আশিকের 'ফেইস অফ লাইফ' শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

কাঠ, ফাইবারগ্লাস ও লোহার উপকরণ দিয়ে নির্মিত ২৭টি ভাস্কর্য এবং ২০টি চিত্রকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বৃত্ত আর্ট ট্রাস্টের কর্ণধার শিল্পী মাহবুবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় ভাস্কর্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, 'এই প্রদর্শনীতে ভাস্কর আমিনুল ইসলাম আশিকের অনন্য ও সৃজনশীল বেশকিছু শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পীর চিন্তার গভীরতা ও কাজের বিশেষত্ব প্রতিফলিত হয়েছে এসব শিল্পকর্মে। এই প্রদর্শনী শিক্ষার্থী ও নবীন শিল্পীদের অনুপ্রেরণার উৎস হবে' বলে তিনি আশাপ্রকাশ করেন।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত