আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিশু ধর্ষণের প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, কুবি
শিশু ধর্ষণের প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে একটি শিশুকে অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় সব নারীর নিরাপত্তা নিশ্চিত করা ও ধর্ষকের শাস্তির দাবি জানান তারা।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইন্টারিম জবাব চাই’,সহ নানা স্লোগান দেন।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, একজন মুসলিম পর্দানশীন নারীকে যখন ধর্ষণ করা হয় তখন সুশীল সমাজের একটি ফেসবুক পোস্ট পর্যন্ত করে না। ১৩ বছরের একটি শিশুকে অপহরণ করে টানা তিনদিন ধরে অমানুষিক নির্যাতন চালিয়েছে। আমরা সেই ধর্ষকদের ফাঁসির দাবি জানাই।

রসায়ন বিভাগের শিক্ষার্থী কায়েসুর রহমান বলেন, অপরাধীর কোনো ধর্ম হয় না। ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলন করব। দেশের প্রতিটি নারীর সঙ্গে হওয়া অন্যায়ের বিচার করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবার জন্যই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। গাজীপুরের শিশুটিকে যে বা যারা ধর্ষণ করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন