প্রতিনিধি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইকসু গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি এবং গণস্বাক্ষর গ্রহণের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় ‘ইকসু গঠন আন্দোলন’ নামক নতুন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বুরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সহ-সমন্বয়ক সাজাতুল্লাহ শেখ,হাসিব আল সজিব, রাকিবুল ইসলাম, সায়েম আহমেদ এবং জুলকার নাইন দোলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর হতে চললেও এখন পর্যন্ত ছাত্র সংসদ গঠন করা হয়নি। অথচ এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বিকাশ ঘটে এবং এটি দেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের দোহাই দিয়ে ইকসু গঠনে অনাগ্রহ দেখাচ্ছে। অথচ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছার কারণে সেখানে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যদিও তাদের আইনেও এর উল্লেখ ছিল না। এই উদাহরণ থেকে বোঝা যায়, প্রশাসনের সদিচ্ছা থাকলে ইকসু গঠন করা সম্ভব। ইকসু কোনো একক ব্যক্তির বা একক সংগঠনের না, ইকসু আমার, আপনার এবং এই বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থীর দাবি।
শিক্ষার্থী বোরহান আরো বলেন, নব্বই দশকের পর থেকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের আধিপত্য, হল দখল, গেস্টরুম কালচার থামছেই না। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন থাকায় শিক্ষকদের কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। ছাত্র সংসদ নির্বাচন করা গেলে যেমন সাধারণ ছাত্রদের অধিকার রক্ষা হবে, হয়রানি কমবে। ছাত্র সংগঠনগুলোর নেতারাও ছাত্র সংসদের মতো সম্মানিত জায়গায় আসীন হতে ছাত্রদের ওপর সদয় হবে। ছাত্র সংসদ গঠিত হলে কোনো একক রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্য থাকবে না, ফলে কেউ ক্ষমতার অপব্যবহার করে কারো প্রতি জুলুম করতে পারবে না। তাছাড়া, ছাত্র সংসদের নেতারাও নিজেদের প্রয়োজনেই শিক্ষার্থীদের পক্ষে থেকে শিক্ষার্থীবান্ধব কাজ করতে বাধ্য হবে।
এছাড়া ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করবেন তারা। যৌক্তিক দাবি না মানা হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইকসু গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি এবং গণস্বাক্ষর গ্রহণের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় ‘ইকসু গঠন আন্দোলন’ নামক নতুন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বুরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সহ-সমন্বয়ক সাজাতুল্লাহ শেখ,হাসিব আল সজিব, রাকিবুল ইসলাম, সায়েম আহমেদ এবং জুলকার নাইন দোলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর হতে চললেও এখন পর্যন্ত ছাত্র সংসদ গঠন করা হয়নি। অথচ এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বিকাশ ঘটে এবং এটি দেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের দোহাই দিয়ে ইকসু গঠনে অনাগ্রহ দেখাচ্ছে। অথচ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছার কারণে সেখানে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যদিও তাদের আইনেও এর উল্লেখ ছিল না। এই উদাহরণ থেকে বোঝা যায়, প্রশাসনের সদিচ্ছা থাকলে ইকসু গঠন করা সম্ভব। ইকসু কোনো একক ব্যক্তির বা একক সংগঠনের না, ইকসু আমার, আপনার এবং এই বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থীর দাবি।
শিক্ষার্থী বোরহান আরো বলেন, নব্বই দশকের পর থেকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের আধিপত্য, হল দখল, গেস্টরুম কালচার থামছেই না। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন থাকায় শিক্ষকদের কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। ছাত্র সংসদ নির্বাচন করা গেলে যেমন সাধারণ ছাত্রদের অধিকার রক্ষা হবে, হয়রানি কমবে। ছাত্র সংগঠনগুলোর নেতারাও ছাত্র সংসদের মতো সম্মানিত জায়গায় আসীন হতে ছাত্রদের ওপর সদয় হবে। ছাত্র সংসদ গঠিত হলে কোনো একক রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্য থাকবে না, ফলে কেউ ক্ষমতার অপব্যবহার করে কারো প্রতি জুলুম করতে পারবে না। তাছাড়া, ছাত্র সংসদের নেতারাও নিজেদের প্রয়োজনেই শিক্ষার্থীদের পক্ষে থেকে শিক্ষার্থীবান্ধব কাজ করতে বাধ্য হবে।
এছাড়া ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করবেন তারা। যৌক্তিক দাবি না মানা হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে