আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ-চীন মৈত্রী হলের নকশা উপস্থাপন, শিগগিরই শুরু হবে কাজ

প্রতিনিধি, ঢাবি
বাংলাদেশ-চীন মৈত্রী হলের নকশা উপস্থাপন, শিগগিরই শুরু হবে কাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হল প্রকল্পের প্রাথমিক নকশা উপস্থাপন করা হয়েছে। চীন সরকারের আর্থিক সহায়তায় প্রায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের নির্মাণকাজ আগামী বছরের প্রথমার্ধেই শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীন সরকারের বিশেষজ্ঞ দলের করা ফিজিবিলিটি স্টাডির অংশ হিসেবে প্রাথমিক নকশা উপস্থাপনের পাশাপাশি হল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই নির্মাণস্থল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার পাঁচশ’ ছাত্রী আধুনিক আবাসিক সুবিধা পাবে।

সোমবার বিকেলে ঢাবির জগন্নাথ হলের খেলার মাঠে সম্ভাব্য নির্মাণস্থান পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নারী শিক্ষার্থীদের জন্য এই নতুন আবাসিক ভবন বাংলাদেশ-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। দীর্ঘদিনের আলোচনা ও প্রস্তুতির পর প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন ঢাবি প্রশাসনের সঙ্গে চীনা বিশেষজ্ঞ দলের এক মতবিনিময় সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে বিশেষজ্ঞ দলটি প্রাথমিক নকশা উপস্থাপন করে।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিস, প্রকৌশল দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রকল্পটির জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও আবাসিক সুবিধা সীমিত। এই হল নির্মাণ হলে ছাত্রীদের আবাসন সংকট অনেকটাই কমবে।

তিনি জানান, হলটির সম্ভাব্য নাম ‘চীন-বাংলাদেশ মৈত্রী স্মারক’ হতে পারে, তবে এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন