ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১৬: ১৮
ইডেন কলেজ

রাজধানীর ইডেন কলেজের পুকুরে ডুবে সানজিদা খাতুন রুপা (১৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের কমার্স বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টার দিকে ইডেন কলেজ আবাসিক হোস্টেলের পুকুরে এ ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক ম. ফারুক বলেন, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ইডেন কলেজের খোদেজা খাতুন ছাত্রী নিবাস এর অফিস সহকারী রিফাত আরা রিমা বলেন, ইডেন কলেজের শিক্ষার্থী মোহনার কাছে সানজিদা পড়তো। সকালে তার কাছেই আসছিল। পুকুর পাড়ে গিয়ে সানজিদা পানিতে পা ভেজাতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মোহানা ও পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল। আশপাশের সবার সহযোগিতায় প্রথমে মোহনাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে সানজিদাকে পুকুরে পানির পাইপ দিয়ে টেনে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই তানভীর ইসলাম বলেন, সকালে বাসা থেকে প্রাকটিক্যাল পরীক্ষার কথা বলে বের হয়েছিল। পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার খবর শুনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

নিহত শিক্ষার্থী ঢাকা চকবাজার ১২ নম্বর চম্পাকলীর স্থায়ী বাসিন্দা হাজী সাইজ উদ্দিন সাজুর মেয়ে। এক ভাই তিন বোনের মধ্যে সে ছিল ছোট।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত