
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন এক নারী শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ও রাজশাহী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাসা কুষ্টিয়ায়।
এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি বলেন, সাঁতার প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অনুশীলন করেছিলেন সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে রামেকে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু কখনোই মেনে নেওয়া যায়না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মারুফা সিদ্দিকা লিপি বলেন, ঐ শিক্ষার্থীকে যখন আনা হয় আমরা তার পালস, বিপি কিছু পাইনি। সে অলরেডি ডেড ছিলো। আমাদের কিছু করার ছিলো না। আমাদের এখানে সে ১০ মিনিট মতো ছিলো। তারপর আমরা অক্সিজেন দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেই।
রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র বলেন, সায়মা নামে একজন শিক্ষার্থীকে আনা হয়, তাকে যখন আনা হয় তাকে দেখে এখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে বলা মুশকিল আসলে কারণটা কি। কারণ জানার জন্য ময়নাতদন্ত করতে হবে। আমরা লাশটি ময়না তদন্ত বা আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করেছি। পরবর্তীতে তার পরিবারের অনুমতিতে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের প্রেক্ষিতে ময়না তদন্ত করে এটা পরিষ্কার বলা যাবে আসলে কারণটা কি।
তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষ যখন পানিতে ডুবে তখন হার্ট অ্যাটাক এবং ফুসফুস জটিলতার মাধ্যমে মৃত্যুবরণ করেন। প্রাথমিক কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়া আর যদি সে সাঁতারু হয়ে থাকে সেক্ষেত্রে অন্য কোনো কারণে হার্ট অ্যাটাক বা আগে কোনো অসুস্থতার কারণে ডুবে যেতে পারে। এ বিষয়গুলো আসলে এখন বলা মুশকিল। যেহেতু মারা গেছেন এখন প্রকৃত কারণ উদঘাটন করতে গেলে আমাদেরকে ময়না তদন্ত করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন এক নারী শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ও রাজশাহী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাসা কুষ্টিয়ায়।
এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি বলেন, সাঁতার প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অনুশীলন করেছিলেন সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে রামেকে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু কখনোই মেনে নেওয়া যায়না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মারুফা সিদ্দিকা লিপি বলেন, ঐ শিক্ষার্থীকে যখন আনা হয় আমরা তার পালস, বিপি কিছু পাইনি। সে অলরেডি ডেড ছিলো। আমাদের কিছু করার ছিলো না। আমাদের এখানে সে ১০ মিনিট মতো ছিলো। তারপর আমরা অক্সিজেন দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেই।
রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র বলেন, সায়মা নামে একজন শিক্ষার্থীকে আনা হয়, তাকে যখন আনা হয় তাকে দেখে এখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে বলা মুশকিল আসলে কারণটা কি। কারণ জানার জন্য ময়নাতদন্ত করতে হবে। আমরা লাশটি ময়না তদন্ত বা আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করেছি। পরবর্তীতে তার পরিবারের অনুমতিতে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের প্রেক্ষিতে ময়না তদন্ত করে এটা পরিষ্কার বলা যাবে আসলে কারণটা কি।
তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষ যখন পানিতে ডুবে তখন হার্ট অ্যাটাক এবং ফুসফুস জটিলতার মাধ্যমে মৃত্যুবরণ করেন। প্রাথমিক কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়া আর যদি সে সাঁতারু হয়ে থাকে সেক্ষেত্রে অন্য কোনো কারণে হার্ট অ্যাটাক বা আগে কোনো অসুস্থতার কারণে ডুবে যেতে পারে। এ বিষয়গুলো আসলে এখন বলা মুশকিল। যেহেতু মারা গেছেন এখন প্রকৃত কারণ উদঘাটন করতে গেলে আমাদেরকে ময়না তদন্ত করতে হবে।

গত ১৯ অক্টোবর রাতে ভুক্তভোগী দ্বীন মোহাম্মদ হৃদয় টিউশন শেষে রুমে গিয়ে উঠলে রুমের দুই শিক্ষার্থী রোমান ও ইউনুস তাকে আক্রমণাত্মক কথা বলতে থাকেন। তারা বলেন, হলে থাকার কিছু রুলস আছে। চাইলেই কেউ হলে উঠতে পারে না, হলে থাকতে হলে কষ্ট করতে হয়।
৩ ঘণ্টা আগে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, শিক্ষা, গবেষণা ও প্রকাশনা এবং কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজের মাধ্যমে নবীন শিক্ষার্থীরাই ডুয়েটকে বিশ্বমানে পৌঁছাতে অগ্রদূত হবে।
৪ ঘণ্টা আগে
মো. সাইফুল ইসলাম বলেন, ‘তদন্তের বিষয়ে মাঝপথে কোনো কিছু বলা সম্ভব না, যদি বলি তাহলে তদন্ত সম্পন্ন না হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তদন্তের বেশ অগ্রগতি হয়েছে, সাজিদকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হত্যা করেছে বলে ধারণা করছি। তবে একটু সময় লাগবে। সে সময়টুকু আমাদের দিতে হবে। আশা করি সবার সহযোগিতা
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জবি শাখা। রোববার শুরু হওয়া এ কর্মসূচি চলবে এক সপ্তাহব্যাপী। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা বিভাগের শিক্ষার্থীদের কাছে গিয়ে স্বাক্ষর সং
৫ ঘণ্টা আগে