স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জন করে প্রথম স্থান অধিকার করেছেন ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম। তিনি স্নাতকোত্তরে ৪.০০ এর মধ্যে ৩.৬৯ সিজিপিএ অর্জন করেন।
এর আগে স্নাতক (সম্মান) পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি ৩.৫৮ সিজিপিএ পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম নিজেই।
জানা যায়, সাইফুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৪ সেশনে পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন (পিএএ)-এর জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। একাডেমিক জীবনের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
শিক্ষাজীবনের শুরুতে তিনি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বর্তমানে তিনি ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শাখার অর্থ সম্পাদক ও অফিস সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ফলাফল প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘এই অর্জন একান্তই আল্লাহর রহমত। পাশাপাশি শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা, পরিবার ও সহপাঠীদের সহযোগিতা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

