ভূমিকম্প আতঙ্কের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সরাসরি একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হলেও অনলাইনে ক্লাস চলমান রয়েছে। এ সময়ে বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ৪ ডিসেম্বরের পর নতুন সময়সূচি নির্ধারণ করে এসব স্থগিত পরীক্ষা পুনরায় শুরু করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের চেয়ারম্যান ও ডিন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, এদিন উপাচার্যের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে বিভাগের চেয়ারম্যান ও ডিনদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা বা চালু করা—এমন বিষয়ে দ্বিমত দেখা দেয়। একাংশ ক্যাম্পাস খোলার পক্ষে মত প্রকাশ করেন, তবে অন্য অংশ ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখার পক্ষে অবস্থান নেন।
সভায় সিদ্ধান্ত হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু ভবনের সংস্কার কাজ চলমান থাকায় আপাতত ক্লাস বন্ধ রেখেই কেবল স্থগিত পরীক্ষাগুলো শেষ করার প্রস্তুতি নেওয়া হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায় নেওয়া হবে।
এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমাদের ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিছু কাজ এখনো চলমান রয়েছে। আমরা একটি খসড়া রিপোর্ট পেয়েছি, সেটার ভিত্তিতেই আজকের সভা হয়েছে। চলমান পরীক্ষাগুলো শেষ করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। সংশ্লিষ্ট বিভাগগুলো নতুন তারিখ নির্ধারণ করে শিক্ষার্থীদের জানাবে। বাকি সিদ্ধান্তগুলো সিন্ডিকেট সভায় নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “প্রাথমিক রিপোর্টের আলোকে ভবনগুলো পরিদর্শন করা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট ৩ ডিসেম্বরের মধ্যে হাতে আসবে বলে আশা করা হচ্ছে। এরপর ৪ ডিসেম্বরের সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী রোববার থেকে ক্যাম্পাস কীভাবে চালু করা হবে, সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।”
এসআর

