গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া চলতি যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে ইসরাইল এটি ৫৯১ বার লঙ্ঘন করেছে। এই সময়ে ইসরাইলের হামলায় কমপক্ষে ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৯০৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
রোববার (৩০ নভেম্বর) গাজা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ইসরাইল বেসামরিক নাগরিক এবং তাদের বাড়িঘরকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়েছে। এছাড়া তাঁবুর ওপর গুলি চালানো, বোমাবর্ষণ এবং বাড়িঘর ধ্বংসের মাধ্যমে চুক্তি লঙ্ঘনের পাশাপাশি ৩৮ জন ফিলিস্তিনিকে অবৈধভাবে আটক করেছে ইসরাইলি সেনারা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও বারবার গাজার উপর হামলা চালানো হচ্ছে, যা জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত। গাজা কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যান্য মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইলকে হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি চুক্তি যথাযথভাবে মানতে বাধ্য করার জন্য।
প্রসঙ্গত, দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তুরস্ক, মিশর এবং কাতার মধ্যস্থতা করে। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে চলতি বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বাস্তবে, যুদ্ধবিরতির পরও ইসরাইলের বাহিনী বিভিন্ন অজুহাতে গাজার উপর হামলা চালিয়ে আসছে।
সোমবারের প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৭০,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৭০,০০০ এরও বেশি আহত হয়েছেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

