ডাকসু নির্বাচন: যা করতে পারবেন না প্রার্থীরা

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২১: ২৭

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে কোনো প্রার্থী বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজ, উপঢৌকন বিতরণ, আপ্যায়ন, অর্থসহায়তা কিংবা অনুরূপ কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এসব কর্মকাণ্ডকে সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সমতাভিত্তিক রাখতেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত