
আমার দেশ অনলাইন

দেশের কৃষি ও কৃষি প্রাধান্যসহ মোট ১৩টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত অটাম ২০২৫ সেশনের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
৬৬ জন এমএস ও ১০ জন পিএইচডি নবীন শিক্ষার্থীদের স্বপ্ন ও উৎসাহে মুখর এ অরিয়েন্টেশনটি রোববার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা যেসব বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তারমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কৃষি ও প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। প্রাণবন্ত এ অরিয়েন্টেশনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক এবং কর্মকতার্-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা। যিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ঐতিহ্য ও গবেষণার সম্ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। পরে উপস্থিত শিক্ষার্থী ও উপস্থিতবৃন্দের মধ্যে একটি প্রাণবন্ত পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে নবাগত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন।
তাদের কণ্ঠে ভবিষ্যতের স্বপ্ন, গবেষণায় অবদান রাখার অঙ্গীকার এবং দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় স্পষ্ট হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আবাসিক হল ব্যবস্থাপনা ও নিয়মকানুন সম্পর্কে অবহিত করেন শহীদ তাজউদ্দিন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান। অন্যদিকে উচ্চতর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের কাঠামো ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা।
অন্যান্য অতিথিবৃন্দের বক্তব্যের পর অনুষ্ঠানের মূল অনুপ্রেরণা হয়ে ওঠে ভাইস-চ্যান্সেলরের বক্তব্য। দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনকারী গাকৃবিতে নবীন গবেষকদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, দেশের কৃষি বিজ্ঞানে অবদান রাখতে হলে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, "শিক্ষা কেবল পাঠ নয়, এটি চরিত্র, মনন ও মানবতার বিকাশ। একজন সত্যিকারের গবেষক সে-ই, যার কাজ সমাজে পরিবর্তনের আলো ছড়ায়।" অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, গবেষণাগার ও সুবিধাসমূহ পরিদর্শন করেন।
পুরো অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণায় ভরপুর, যেখানে একাডেমিক উৎকর্ষের সঙ্গে মানবিক দায়িত্ববোধের আহ্বান মিলে যায় এক সুরে যেন গবেষণায় গড়ে উঠা বাংলাদেশের টেকসই কৃষির ভবিষ্যৎ নিরূপণের এক সীমাহীন অঙ্গীকার।

দেশের কৃষি ও কৃষি প্রাধান্যসহ মোট ১৩টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত অটাম ২০২৫ সেশনের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
৬৬ জন এমএস ও ১০ জন পিএইচডি নবীন শিক্ষার্থীদের স্বপ্ন ও উৎসাহে মুখর এ অরিয়েন্টেশনটি রোববার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা যেসব বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তারমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কৃষি ও প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। প্রাণবন্ত এ অরিয়েন্টেশনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক এবং কর্মকতার্-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা। যিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ঐতিহ্য ও গবেষণার সম্ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। পরে উপস্থিত শিক্ষার্থী ও উপস্থিতবৃন্দের মধ্যে একটি প্রাণবন্ত পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে নবাগত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন।
তাদের কণ্ঠে ভবিষ্যতের স্বপ্ন, গবেষণায় অবদান রাখার অঙ্গীকার এবং দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় স্পষ্ট হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আবাসিক হল ব্যবস্থাপনা ও নিয়মকানুন সম্পর্কে অবহিত করেন শহীদ তাজউদ্দিন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান। অন্যদিকে উচ্চতর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের কাঠামো ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা।
অন্যান্য অতিথিবৃন্দের বক্তব্যের পর অনুষ্ঠানের মূল অনুপ্রেরণা হয়ে ওঠে ভাইস-চ্যান্সেলরের বক্তব্য। দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনকারী গাকৃবিতে নবীন গবেষকদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, দেশের কৃষি বিজ্ঞানে অবদান রাখতে হলে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, "শিক্ষা কেবল পাঠ নয়, এটি চরিত্র, মনন ও মানবতার বিকাশ। একজন সত্যিকারের গবেষক সে-ই, যার কাজ সমাজে পরিবর্তনের আলো ছড়ায়।" অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, গবেষণাগার ও সুবিধাসমূহ পরিদর্শন করেন।
পুরো অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণায় ভরপুর, যেখানে একাডেমিক উৎকর্ষের সঙ্গে মানবিক দায়িত্ববোধের আহ্বান মিলে যায় এক সুরে যেন গবেষণায় গড়ে উঠা বাংলাদেশের টেকসই কৃষির ভবিষ্যৎ নিরূপণের এক সীমাহীন অঙ্গীকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন জানিয়েছেন, ‘নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সকলের রয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন কথা বলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।
২ মিনিট আগে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৭৮ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে
রোববার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইডিয়াল ও ঢাকা উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন এবং কোলাকুলি করেন। অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে