আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইআইইউসি সেমিনারে মিজানুর রহমান আজহারী

রাসুল (সা.)-এর শিক্ষাপদ্ধতি অনুসরণ করলে বর্তমান প্রজন্মও হবে শ্রেষ্ঠ

চট্টগ্রাম ব্যুরো

রাসুল (সা.)-এর শিক্ষাপদ্ধতি অনুসরণ করলে বর্তমান প্রজন্মও হবে শ্রেষ্ঠ

প্রখ্যাত ইসলামি বক্তা ও লেখক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, হজরত মোহাম্মদ (সা.) মানবতার আদর্শ শিক্ষক ও পর্যবেক্ষক। তিনি আমাদের পথপ্রদর্শক। তিনি তাঁর পরবর্তী তিন প্রজন্মকে শ্রেষ্ঠ প্রজন্ম বানিয়েছেন।

আমাদের বর্তমান প্রজন্ম যদি তাঁর শিক্ষাপদ্ধতি অনুসরণ করে তাহলে তারাও শ্রেষ্ঠ প্রজন্ম হয়ে উঠবেন। তাই পৃথিবীতে সাফল্য পেতে হলে হজরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা পদ্ধতি অনুসরণ করা উচিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ‘হজরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা পদ্ধতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসুল (সা.)-এর শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে আজহারী বলেন, তার মধ্যে আদর্শ শিক্ষকের সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। তিনি ওয়ান অন ওয়ান মিটিং করতেন। আবার একাধিক বা অনেককে একসঙ্গে নিয়ে আলোচনা করতেন।

তিনি বেশিরভাগ সময়ে প্রশ্নের উত্তর দিতে শিখন পদ্ধতি ব্যবহার করতেন। তিনি সাহাবিদের প্রশ্ন করতেন এবং উত্তর পেলে তাদের উৎসাহ দিতেন। আবার সাহাবাদের অ্যাসাইনমেন্ট দিতেন। তিনি যেকোনো জিনিসকে গুরুত্ব দিতে তিনবার করে বলতেন। বিদায় হজের ভাষণে তিনি তিনবার সাক্ষ্য নিয়েছেন জনতার কাছ থেকে। কার কী ঘাটতি তিনি সেটি বুঝতেন। এজন্য একই প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্নভাবে দিতেন। প্রশ্নের ওপর প্রশ্ন ছুড়ে দিতেন। উত্তর জানতে আগ্রহী করে তুলতেন। তিনি ভুল শোধরাতেন চমৎকারভাবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। এতে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন