প্রতিনিধি, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে সামনে রেখে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে শাখা ছাত্রদল সমর্থিত সাদী–বৈশাখী প্যানেল।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য–২৪ এর পাদদেশে যৌথভাবে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী।
এসময় লিখিত বক্তব্য সহ-সভাপতি প্রার্থী শেখ সাদী বলেন, বৈচিত্র্যতায় স্বতন্ত্র, প্রাকৃতিক সৌন্দর্যময়তায় অনন্য, সাংস্কৃতিক সমৃদ্ধিতে উদ্ভাসিত, প্রতিবাদ-প্রতিরোধ আর নিরন্তর লড়াইয়ের অনুপ্রেরণার ভূমি, জুলাই অভ্যুত্থানে যেই ক্যাম্পাস থেকে প্রতিরোধের বহ্নিশিখা ছড়িয়ে পড়েছিল সারাদেশে, দেশের অন্যতম শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ই সেপ্টেম্বর। দীর্ঘ ৩৩টি বছর প্রিয় জাহাঙ্গীরনগর এই নির্বাচনটির জন্য অপেক্ষা করেছে।
এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন জাকসু নির্বাচনের জন্য ইতোমধ্যেই তারুণ্যনির্ভর প্যানেল ঘোষণা করেছে। আমরা দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছি একটি শিক্ষাবান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গণ নিশ্চিত করার লক্ষ্যে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র সংগঠন যারা এই লক্ষ্য থেকে কোনোদিন বিচ্যুত হয়নি, ধারাবাহিকভাবে দীর্ঘ লড়াই করে গেছে। আজ আমরা ৮টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। আমরা বিশ্বাস করি, এই ৮টি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং আমরা আগামীদিনে সামগ্রিকভাবে সবাই মিলে এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবো।
৮ দফা ইশতেহার গুলো হলো, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা, ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস
ইশতেহার ঘোষণা শেষে সাধারণ সম্পাদক প্রার্থী বৈশাখী বলেন, আমরা গুম-খুন, অবর্ণনীয় নিপীড়ন, রাষ্ট্রীয় নিষ্পেষণকে মোকাবেলা করে, সম্ভাবনাময় ভবিষ্যৎ ও ক্যারিয়ারের হাতছানিকে উপেক্ষা করে, নিজেদের জীবন আর পরিবারকে বিপদাপন্ন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত লড়াই করেছি একটি সুন্দর ক্যাম্পাস আর বেটার বাংলাদেশের স্বপ্নকে লালন করে।
আমরা লড়াই করেছি সেই ক্যাম্পাসের জন্য যেখানে নিয়মিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে।
আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষায়তন, শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ, পরিকল্পিত আবাসন ও উন্নতমানের খাবার, নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস, মানসম্মত স্বাস্থ্যসেবা, সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা, সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব সবুজাভ ক্যাম্পাস তৈরির লক্ষ্য নিয়ে আমরা আমাদের ইশতিহারটি উপস্থাপন করেছি। আমরা শুধুমাত্র প্রতিশ্রুতির ফুলঝুড়িতে নয়, আমরা পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে সামনে রেখে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে শাখা ছাত্রদল সমর্থিত সাদী–বৈশাখী প্যানেল।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য–২৪ এর পাদদেশে যৌথভাবে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী।
এসময় লিখিত বক্তব্য সহ-সভাপতি প্রার্থী শেখ সাদী বলেন, বৈচিত্র্যতায় স্বতন্ত্র, প্রাকৃতিক সৌন্দর্যময়তায় অনন্য, সাংস্কৃতিক সমৃদ্ধিতে উদ্ভাসিত, প্রতিবাদ-প্রতিরোধ আর নিরন্তর লড়াইয়ের অনুপ্রেরণার ভূমি, জুলাই অভ্যুত্থানে যেই ক্যাম্পাস থেকে প্রতিরোধের বহ্নিশিখা ছড়িয়ে পড়েছিল সারাদেশে, দেশের অন্যতম শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ই সেপ্টেম্বর। দীর্ঘ ৩৩টি বছর প্রিয় জাহাঙ্গীরনগর এই নির্বাচনটির জন্য অপেক্ষা করেছে।
এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন জাকসু নির্বাচনের জন্য ইতোমধ্যেই তারুণ্যনির্ভর প্যানেল ঘোষণা করেছে। আমরা দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছি একটি শিক্ষাবান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গণ নিশ্চিত করার লক্ষ্যে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র সংগঠন যারা এই লক্ষ্য থেকে কোনোদিন বিচ্যুত হয়নি, ধারাবাহিকভাবে দীর্ঘ লড়াই করে গেছে। আজ আমরা ৮টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। আমরা বিশ্বাস করি, এই ৮টি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং আমরা আগামীদিনে সামগ্রিকভাবে সবাই মিলে এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবো।
৮ দফা ইশতেহার গুলো হলো, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা, ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস
ইশতেহার ঘোষণা শেষে সাধারণ সম্পাদক প্রার্থী বৈশাখী বলেন, আমরা গুম-খুন, অবর্ণনীয় নিপীড়ন, রাষ্ট্রীয় নিষ্পেষণকে মোকাবেলা করে, সম্ভাবনাময় ভবিষ্যৎ ও ক্যারিয়ারের হাতছানিকে উপেক্ষা করে, নিজেদের জীবন আর পরিবারকে বিপদাপন্ন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত লড়াই করেছি একটি সুন্দর ক্যাম্পাস আর বেটার বাংলাদেশের স্বপ্নকে লালন করে।
আমরা লড়াই করেছি সেই ক্যাম্পাসের জন্য যেখানে নিয়মিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে।
আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষায়তন, শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ, পরিকল্পিত আবাসন ও উন্নতমানের খাবার, নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস, মানসম্মত স্বাস্থ্যসেবা, সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা, সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব সবুজাভ ক্যাম্পাস তৈরির লক্ষ্য নিয়ে আমরা আমাদের ইশতিহারটি উপস্থাপন করেছি। আমরা শুধুমাত্র প্রতিশ্রুতির ফুলঝুড়িতে নয়, আমরা পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে