রাবিতে ৭ দিনের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু ২৩ আগস্ট

প্রতিনিধি, রাবি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৬: ৩৩
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৬: ৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ আয়োজন করতে যাচ্ছে ৭ দিনব্যাপী 'বার্ষিক চারুকলা প্রদর্শনী -২০২৫'। এ প্রদর্শনী চলবে  ২৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের ৩টি শ্রেণিকক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. বনি আদম লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক বনি আদম জানান, প্রদর্শনীতে ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ২০০টি শিল্পকর্ম স্থান পাবে। এসব শিল্পকর্মে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন-জীবিকা, সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনার পাশাপাশি আধুনিক শিল্পকলার বিভিন্ন 'ইজম' ও সমসাময়িক ঘটনাপ্রবাহের প্রতিফলন দেখা যাবে।

ড্রইং, স্কেচ, জলরং, তেলরং, অ্যাক্রেলিক, ক্যালিগ্রাফি, উডকাট, এচিং, অ্যাকুয়াটিন্টসহ বিভিন্ন মাধ্যমে তৈরি এসব শিল্পকর্মে লোকজ ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয় ঘটবে।

প্রদর্শনীতে মোট ৪২টি পুরস্কার প্রদান করা হবে, যা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এর মধ্যে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার (সকল মাধ্যমে শ্রেষ্ঠ), ৩টি মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেণি শ্রেষ্ঠ পুরস্কার, নিরীক্ষাধর্মী শ্রেষ্ঠ পুরস্কার এবং স্মৃতি পুরস্কার।

সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. বনি আদম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির এবং সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত