শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং জুলাই স্মৃতি: শাবিপ্রবি” গ্রন্থের মোড়ক উন্মোচন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ৪০মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মোড়ক উন্মোচন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের উপরে শাবিপ্রবি ছাত্রশিবিরের আয়োজনে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েম উপস্থিত থাকবেন। আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই অনুষ্ঠাতে শিক্ষার্থীদের উপস্থিতির সুযোগ রাখছি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের আমন্ত্রণ করা হবে জানিয়েছেন তিনি।

