আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

প্রতিনিধি, ঢাবি

ঢাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ ২-১ গোলে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগকে পরাজিত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন