এআই ব্যবহারে ভারসাম্য ও নৈতিকতা নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য

প্রতিনিধি, জবি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৮: ৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিক্ষা ও গবেষণার জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এর কার্যকর ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হলে ভারসাম্য ও নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি।”

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত ‘Effective Use of AI Tools in Teaching, Learning and Research’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপাচার্য আরও বলেন, “AI প্রযুক্তি আমাদের শিক্ষাদান ও গবেষণাকে যেমন সহজ করছে, তেমনি এর অপব্যবহার বা নীতিহীন প্রয়োগ শিক্ষার মৌলিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুধু প্রযুক্তির ব্যবহার নয়, বরং এর নৈতিকতা, স্বীকৃতি ও কৃতিত্ব প্রদানের দিকেও সমান মনোযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকসমাজকে AI ব্যবহারে দক্ষ ও সচেতন করে তুলবে। নীতিমালা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের মাধ্যমেই এআই-এর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “AI এখন ব্যক্তি, সমাজ ও শিক্ষাজীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে। এই প্রশিক্ষণ কেবল দক্ষতা বাড়াবে না, AI সম্পর্কে সচেতনতা তৈরিরও একটি কার্যকর পদক্ষেপ হবে। তবে এর ব্যবহার যেন সবসময় নৈতিক ও দায়িত্বশীল হয়, সেদিকে লক্ষ্য রাখা জরুরি।”

প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি AI প্রযুক্তির বাস্তব প্রয়োগ, সম্ভাবনা, সীমাবদ্ধতা ও ব্যবহারজনিত সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর। প্রশিক্ষণ শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন এবং AI প্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত