শিক্ষিকাকে হারিয়ে জাবির চারুকলা বিভাগে শোকের ছায়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫০
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুর পর বিভাগজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনি জ্ঞান হারান। এরপর দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ভোট গণনা অবস্থায় অসুস্থতা অনুভব করলে এম্বুলেন্স যোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত