ঢাবি উপাচার্যের সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আট সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) উপাচার্যের দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার বিশ্ব পরিবেশ বিভাগের সিনিয়র বিশেষজ্ঞ জনাব ইচিরো আদাচি। অন্য সদস্যরা হলেন— জনাব হিরোনোরি নিশিকাওয়া, অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে, মিসেস মাকিকো ফিজিতা, জনাব তোশিয়া সাতো, ড. মাসাহিরো টোকুমুরা, ড. বিজন কুমার মিত্র এবং ড. সুই কানাজাওয়া।

বিজ্ঞাপন

সাক্ষাতে উভয় পক্ষ “ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এর জন্য স্বাস্থ্য ঝুঁকি কমাতে পানি গুণমান পর্যবেক্ষণ ও পরিশোধন প্রযুক্তি বাস্তবায়ন” শীর্ষক একটি যৌথ গবেষণা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। প্রকল্পটি জাইকা এবং জাপান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা (জেএসটি) অর্থায়ন করছে। এর বাংলাদেশ অংশের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিআই) হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাবির মৎস্য বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, মৎস্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরী, আবহাওয়া বিভাগের চেয়ারপারসন ড. ফাতিমা আক্তার এবং মৎস্য বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রকল্পটি গ্রহণের জন্য জাইকা প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাইকার মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত